বাঁকুড়া জেলায় রয়েছে চাকরির সুযোগ। সেই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট এবং কালেক্টরের তরফে এই নিয়োগ।
অফিসার ইন চার্জ, চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, কাউন্সিলর, হাউস ফাদার এবং হেল্পার পদে নিয়োগ করা হবে কর্মী। প্রতিটি পদেই চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। অফিসার ইন চার্জ পদে আবেদনের জন্য সোশ্যাল ওয়ার্ক/ চাইল্ড ডেভেলপমেন্ট বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। প্রার্থীর বয়স ২৭ থেকে ৪২ বছরের মধ্যে হতে হবে। প্রতি মাসে ৩৩,১০০ টাকা বেতন দেওয়া হবে। চাইল্ড ওয়েলফেয়ার অফিসার ও কাউন্সিলর প্রতি মাসে বেতন পাবেন ২৩,১৭০ টাকা। হাউস ফাদার বেতন পাবেন ১৪,৫৬৪ টাকা। উভয় পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। কাউন্সিলরের বয়স ২৪ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। ১২ হাজার টাকা বেতনে ১৮ থেকে ৪০ বছরের বয়সী প্রার্থী নিয়োগ করা হবে হেল্পার পদে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তি দেখতে পারেন।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে বাঁকুড়া জেলার প্রশাসনিক বিভাগের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ১৬ মার্চ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বাঁকুড়া জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।