কল্যাণী বিশ্ববিদ্যালয়ে নতুন একটি পাঠক্রম পড়ানো হবে। সম্প্রতি এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের এই কোর্সটি স্বল্পমেয়াদি। এর জন্য আগ্রহীরা অনলাইন বা অফলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভিস্যুয়াল আর্টস বিভাগের তরফে এই নয়া কোর্সটি পড়ানো হবে। পাঠক্রমটি অ্যানিমেশন ও ডিজ়াইন বিষয়ক। এটি একটি সার্টিফিকেট কোর্স। যার ক্লাস হবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই। চলবে এক বছর ধরে।
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, চলতি মাসের শেষেই শুরু কোর্সের ক্লাস। সপ্তাহে তিন দিন সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ক্লাসের আয়োজন করা হবে। ক্লাসে সংশ্লিষ্ট বিষয়ের সমস্ত খুঁটিনাটি পাঠ্যবই ছাড়াও হাতেকলমে শেখানো হবে।
আরও পড়ুন:
যে কোনও স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হলেই সংশ্লিষ্ট কোর্সে আবেদন জানানো যাবে। কোর্স ফি-র পরিমাণ ৬০,০০০ টাকা।
আগ্রহীদের এর জন্য আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে বা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে গিয়ে জমা দিতে হবে। কোনও আবেদনমূল্য জমা দিতে হবে না। আগামী ১৬ এপ্রিল আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।