এনআইএফটি। সংগৃহীত ছবি।
কেন্দ্রীয় বস্ত্রবয়ন মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি (এনআইএফটি)-তে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে প্রকাশ করা হয়েছে নিয়োগ-বিজ্ঞপ্তি। দু’টি ভিন্ন পদে চুক্তির ভিত্তিতে সরাসরি অথবা ডেপুটেশনের ভিত্তিতে নিয়োগ করা হবে প্রার্থীদের। দেশের বিভিন্ন প্রান্তে প্রতিষ্ঠানের ১৮টি ক্যাম্পাসে নিযুক্ত প্রার্থীদের পোস্টিং দেওয়া হবে। পদগুলির জন্য ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অফলাইনে আবেদনের প্রক্রিয়া।
প্রতিষ্ঠানে নিয়োগ হবে ক্যাম্পাস ডিরেক্টর এবং ডিরেক্টর (ন্যাশনাল রিসোর্স সেন্টার) পদে। মোট শূন্যপদ রয়েছে আটটি। ক্যাম্পাস ডিরেক্টর পদে নিযুক্তদের প্রতিষ্ঠানের বেঙ্গালুরু, হায়দরাবাদ, কাংরা, কলকাতা, মুম্বই, রায়বরেলি এবং শ্রীনগর ক্যাম্পাসে পোস্টিং দেওয়া হবে। ডিরেক্টর পদে নিযুক্ত ব্যক্তির পোস্টিং হবে প্রতিষ্ঠানের হেড অফিস নয়াদিল্লিতে। দু’টি পদেই সরাসরি চুক্তির ভিত্তিতে নিয়োগের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে। অন্য দিকে, ডেপুটশনের ভিত্তিতে নিয়োগ হলে বয়স ৫৬ বছরের মধ্যে হতে হবে। নিযুক্তদের মাসিক বেতনক্রম হবে ৩৭,৪০০-৬৭,০০০ টাকা। এ ছাড়াও মিলবে গ্রেড পে বাবদ ৮৭০০ টাকা। প্রার্থীদের পদগুলিতে প্রাথমিক ভাবে দু’বছরের জন্য নিয়োগ করা হবে। তবে কাজের ভিত্তিতে এই মেয়াদ আরও এক বছর বৃদ্ধি পেতে পারে।
ক্যাম্পাস ডিরেক্টর পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর হতে হবে। এ ছাড়া কোনও সরকারি/ স্বশাসিত/ বিধিবদ্ধ সংস্থা/ শিক্ষা প্রতিষ্ঠান/ বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক/ অ্যাকাডেমিক/ ম্যানেজেরিয়াল কাজের ২০ বছরের পেশাদারি অভিজ্ঞতা থাকাও জরুরি। এই পদে ডেপুটশনের ভিত্তিতে নিয়োগের জন্যেও রয়েছে যোগ্যতার আলাদা মাপকাঠি। একই ভাবে অন্য পদটিতেও নিয়োগের জন্য যোগ্যতার পৃথক মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন জানাতে হবে। এর পর পদগুলিতে প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখতে হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy