রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল হাইওয়েজ় অথরিটি অফ ইন্ডিয়া (এনএইচএআই)-য় কর্মখালি। সংস্থার ওয়েবসাইটে এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, এনএইচএআই অধীনস্থ ন্যাশনাল হাইওয়েজ় ইনভিট প্রজেক্ট ম্যানেজারস প্রাইভেট লিমিটেড (এনএইচআইপিএমপিএল)-এর জন্য এই নিয়োগ। সংস্থায় কর্মীদের চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ মিলবে। ইচ্ছুক প্রার্থীরা এর জন্য অনলাইনে আবেদন জানাতে পারবেন।
এনএইচআইপিএমপিএল-এ নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট সিস্টেমস ম্যানেজার পদে। মোট শূন্যপদ রয়েছে চারটি। সংশ্লিষ্ট পদে প্রথমে দু’বছরের চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। এর পরে সংস্থার প্রয়োজন এবং নিযুক্তদের দক্ষতার নিরিখে এই মেয়াদ বাড়ানো হতে পারে। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৬০,০০০ টাকা।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৪০ মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের ক্ষেত্রে ছাড় থাকবে। এ ছাড়া, তাঁদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার/ ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ আইটি/ ইন্সট্রুমেন্টেশন/ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিই বা বিটেক ডিগ্রি থাকতে হবে। একই সঙ্গে ছ’বছরের পেশাগত অভিজ্ঞতাও জরুরি। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠির কথা বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ১৪ মার্চ আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউ বা অন্য নিয়োগ-পদ্ধতির মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংস্থায় কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে সবিস্তার জানতে প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।