যাদবপুরের সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট (সিজিসিআরআই)-এ গবেষণামূলক কাজের সুযোগ। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-এর অধীনস্থ এই প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, গবেষণা প্রকল্পের জন্য অর্থ সাহায্য করবে কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থা। গবেষণায় আগ্রহীরা এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
প্রতিষ্ঠানের গবেষণা প্রকল্পের জন্য অর্থ সহায়তা করবে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (ডিআরডিও)। প্রকল্পে নিয়োগ হবে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট-২ পদে। শূন্যপদ একটি। সংশ্লিষ্ট পদে প্রথমে এক বছরের জন্য কর্মী নিয়োগ করা হবে। এর পর নিযুক্ত ব্যক্তির কাজ এবং ফান্ডিংয়ের উপর নির্ভর করে এই মেয়াদ আরও বৃদ্ধি করা হতে পারে। তাঁর পারিশ্রমিক হবে মাসে ২০,০০০ টাকা। এ ছাড়া তাঁকে বারিভাড়া বাবদ ভাতাও দেওয়া হবে।
আরও পড়ুন:
প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট-২ পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য থাকবে ছাড়। পাশাপাশি, আবেদনকারীদের মেটালার্জি বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা বা রসায়নে বিএসসি থাকা জরুরি। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠির কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ইমেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ৫ মার্চ আবেদনের শেষ দিন। এর পর সংশ্লিষ্ট পদে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানে আগামী ৬ মার্চ সকাল সাড়ে ১১টা থেকে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন সমস্ত নথি নিয়ে সেখানে প্রার্থীদের উপস্থিত হতে হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।