রাজ্যে নদিয়া জেলায় চাকরির সুযোগ রয়েছে। জেলার চিল্ড্রেন হোম ফর গার্লসের জন্য কয়েকটি পদে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি জেলার শিশু সুরক্ষা কেন্দ্রের তরফে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সমস্ত পদেই চুক্তির ভিত্তিতে কর্মীদের নিয়োগ করা হবে। আগ্রহীদের এর জন্য অফলাইনে আবেদনপত্র জমা দিতে হবে।
জেলার চিল্ড্রেন হোম ফর গার্লসের জন্য নিয়োগ হবে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, প্যারামেডিক্যাল স্টাফ এবং হাউস মাদার পদে। মোট শূন্যপদের সংখ্যা বিজ্ঞপ্তিতে জানানো হয়নি। শুধু মাত্র মহিলারাই পদগুলিতে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, প্যারামেডিক্যাল স্টাফ এবং হাউস মাদার পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে যথাক্রমে ২৩, ১৭০ টাকা, ১২,০০০ টাকা এবং ১৪, ৫৬৪ টাকা প্রতি মাসে।
আরও পড়ুন:
-
প্রকাশিত হল কেন্দ্রীয় টেট-এর ফলাফল, কী ভাবে রেজাল্ট দেখবেন?
-
রাত পোহালেই উচ্চ মাধ্যমিক! পরীক্ষার প্রস্তুতির জন্য বিশেষ পরামর্শ শিক্ষাবিদের
-
শুক্রবার শুরু উচ্চ মাধ্যমিক, পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরামর্শ সংসদ সভাপতির
-
আদ্রার কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ, আবেদনের শেষ দিন কবে?
-
শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে কর্মখালি, কোন পদে, কতজনকে নিয়োগ করা হবে?
বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার ভিন্ন মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে। পদগুলিতে লিখিত পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মীদের নিয়োগ করা হবে।
আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন আগামী ৭ মার্চ। নিয়োগের শর্তাবলির বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহীদের জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখে নিতে হবে।