ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু)-এ কাজের সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দিল্লির নির্মাণ ও রক্ষণাবেক্ষণ বিভাগের তরফে এই নিয়োগ।
কনসালট্যান্ট নিয়োগ করা হবে। প্রথমে চুক্তির মেয়াদ হবে ছ’মাস। প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। প্রতি মাসে ৪০ থেকে ৬০ হাজার টাকা বেতন দেওয়া হবে। আবেদন করতে পারবেন শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীরাই। তবে সে ক্ষেত্রেও এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার পদে রাজ্য/ কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থার অবসরপ্রাপ্তকর্মী হতে হবে। পাশাপাশি, সিভিল/ ইলেক্ট্রিক্যাল বিভাগে ব্যাচেলর অফ টেকনোলজি/ ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে ইগনু-র ওয়েবসাইটে যেতে হবে। হোমপেজ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করা যাবে। এর পর আবেদনপত্র ও প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী জমা দিতে হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ইগনু-র ওয়েবসাইটটি দেখুন।