ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বেঙ্গালুরু। ছবি: সংগৃহীত
কেন্দ্রীয় সংস্থায় সিভিল ইঞ্জিনিয়াদের নিয়োগ করা হবে। এই মর্মে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বেঙ্গালুরুর পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানের ক্যাম্পাস ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে ডেপুটি প্রজেক্ট ইঞ্জিনিয়ার প্রয়োজন। ডেপুটেশনের ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে।
কারা আবেদন করতে পারবেন?
কেন্দ্রীয় সংস্থা, রাজ্য সরকারি সংস্থা, কেন্দ্রশাসিত অঞ্চলের সংস্থা, সরকার অধিগৃহীত সংস্থা, স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান কিংবা রাষ্ট্রায়ত্ত সংস্থায় কর্মরত আধিকারিকেরা আবেদন করতে পারবেন। কাজের অভিজ্ঞতার নিরিখে প্রার্থীকে সরাসরিও নিয়োগ করা হতে পারে।
আবেদনকারীর সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং(এমই)/ মাস্টার অফ টেকনোলজি (এমটেক) ডিগ্রি থাকা প্রয়োজন। ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকলে আবেদন গৃহীত হবে। শূন্যপদ একটি।
পূর্ব অভিজ্ঞতা:
অন্তত আট বছর অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
বয়স:
অনূর্ধ্ব ৫০ বছর বয়সি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
বেতন:
অভিজ্ঞতার নিরিখে মাসে ১৫ থেকে ৩৯ হাজার টাকা বেতন পাওয়ার সুযোগ পাবেন নির্বাচিত প্রার্থী।
কী ভাবে আবেদন করা যাবে?
প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য সংস্থার ওয়েবসাইটের পোর্টালে যেতে হবে। সেখানেই সমস্ত নথি জমা দিতে হবে।
কী ভাবে নিয়োগ করা হবে?
বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। প্রয়োজনে অনলাইনে ইন্টারভিউ নেওয়া হবে।
২৩ জুলাই, ২০২৩-এর আগে প্রার্থীদের আবেদন পাঠাতে হবে। নিয়োগ এবং পদ সংক্রান্ত অন্যান্য বিষয়ে জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy