কেন্দ্রের যোগাযোগ মন্ত্রকের অধীনস্থ ভারতীয় ডাক বিভাগে কাজের সুযোগ। সম্প্রতি এই মর্মে ভারতীয় ডাক (ইন্ডিয়া পোস্ট) বিভাগের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্পিড পোস্টের মাধ্যমে জমা দিতে হবে আবেদনপত্র।
টেকনিক্যাল সুপারভাইজ়র নিয়োগ করা হবে। প্রথম দু’বছর প্রবেশন পর্বের মধ্যে থাকতে হবে। শূন্যপদ একটি। কর্মস্থল হবে ওড়িশা। প্রার্থীর বয়স ২২ থেকে ৩০ বছরের মধ্যে হওয়া দরকার। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল/ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা/ ডিগ্রি থাকা চাই। পাশাপাশি, কোনও অটোমোবাইল সংস্থায় দু’বছরের কাজের অভিজ্ঞতাও থাকতে হবে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে ইন্ডিয়া পোস্টের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ এপ্রিল ২০২৫। ওই দিন বিকেল ৫টা পর্যন্তই জমা দেওয়া যাবে আবেদনপত্র। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ইন্ডিয়া পোস্টের ওয়েবসাইটটি দেখতে পারেন।