ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে কাজের সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এই মর্মে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, কলকাতার নিউটাউনে আইআইটি খড়্গপুরের ক্যাম্পাসে প্রশাসনিক পদে কাজের সুযোগ পাবেন নিযুক্তেরা। কর্মীদের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। আগ্রহীরা এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। যা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
নিউটাউনের আইআইটি খড়্গপুর রিসার্চ পার্ক ফাউন্ডেশনের জন্য এই নিয়োগ। নিয়োগ হবে চিফ এগজ়িকিউটিভ অফিসার, চিফ অপারেটিং অফিসার এবং অ্যাকাউন্টস এগজ়িকিউটিভ পদে। মোট শূন্যপদের সংখ্যা তিন। সমস্ত পদে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে তিন বছর। এর পর তাঁদের কাজের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে।
আরও পড়ুন:
চিফ এগজ়িকিউটিভ অফিসার, চিফ অপারেটিং অফিসার এবং অ্যাকাউন্টস এগজ়িকিউটিভ পদে আবেদনকারীদের বয়স হতে হবে যথাক্রমে ৬০ বছর, ৪৫ বছর এবং ৪০ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে।
চিফ এগজ়িকিউটিভ অফিসার, চিফ অপারেটিং অফিসার এবং অ্যাকাউন্টস এগজ়িকিউটিভ পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে যথাক্রমে মাসে সর্বাধিক ৩,০০,০০০ টাকা, ২,০০,০০০ টাকা এবং ৬০,০০০ টাকা।
আরও পড়ুন:
চিফ এগজ়িকিউটিভ অফিসার পদে আবেদনকারীদের ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজিতে স্নাতকোত্তরে ফার্স্ট ক্লাস থাকতে হবে। পাশাপাশি প্রয়োজন ১০-১২ বছরের পেশাগত অভিজ্ঞতাও। একই ভাবে, বাকি পদগুলির জন্যও শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার পৃথক মাপকাঠি ধার্য করা হয়েছে।
আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ৫০০ টাকা এবং ১০০০ টাকা। আগামী ৪ এপ্রিল আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা/ ট্রেড টেস্ট/ ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বিশদ জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।