ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এ কর্মখালি। প্রতিষ্ঠানের দিল্লির দফতরে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য দেওয়া হয়েছে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, এক বছরের চুক্তিতে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট এবং ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে কাজ করতে হবে। মোট শূন্যপদ দু’টি।
ক্লিনিক্যাল সাইকোলজি, কাউন্সেলিং সাইকোলজি বিষয়ের মধ্যে যে কোনও একটিতে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তি টেকনিক্যাল সাপোর্ট পদে কাজের সুযোগ পাবেন। তবে, ওই ব্যক্তির অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা দরকার। বয়ঃসীমা অনূর্ধ্ব ৩৫ বছর। প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ৩৫,৫৬০ টাকা দেওয়া হবে।
আরও পড়ুন:
-
কলকাতার কেন্দ্রীয় প্রতিষ্ঠানে প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর প্রয়োজন, শূন্যপদ ক’টি?
-
বিভিন্ন বিভাগে পরামর্শদাতা পদে কর্মখালি, নিয়োগ-বিজ্ঞপ্তি ওএনজিসি-র
-
আইআইএসইআর কলকাতায় কর্মী নিয়োগ, আবেদনের সুযোগ পাবেন স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নরা
-
ইঞ্জিনিয়ারদের নিয়োগ করবে হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেড, আবেদনের শর্তাবলি কী?
মনোবিদ্যা বিষয়ে স্নাতক হয়েছেন, কিংবা ক্লিনিক্যাল সাইকোলজি বা সমতুল্য বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিকে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। তবে, এ ক্ষেত্রে আবেদনকারীদের অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। ৩৫ বছর কিংবা তার কম বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন। ২৬,৮০০ টাকা পারিশ্রমিক হিসাবে ধার্য করা হয়েছে।
অনলাইনে ফর্ম পূরণ করে আবেদনপত্র জমা দিতে হবে। এর জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকাগুলি দেখে নিতে পারেন। ৬ নভেম্বরের আগে আবেদন জমা দিতে হবে।