ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), দুর্গাপুরে কর্মখালি। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইন্টার্ন পদে দু’মাসের চুক্তিতে চার জনকে নিয়োগ করা হবে। নিযুক্তেরা ইন্ডিয়ান ইনস্টিটিটউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুরের অর্থপুষ্ট প্রকল্পে কাজ করবেন।
কম্পিউটার সায়েন্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি বিষয়ে স্নাতক কিংবা স্নাতকোত্তর স্তরে পাঠরতেরা সংশ্লিষ্ট কাজের জন্য আবেদন করতে পারবেন। তবে, তাঁদের স্নাতক বা স্নাতকোত্তর স্তরের পরীক্ষায় ন্যূনতম ৭০ শতাংশ নম্বর থাকা আবশ্যক। একই সঙ্গে প্রার্থীদের মেশিন লার্নিং, পাইথন, ন্যাচরাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সম্পর্কে দক্ষ হতে হবে।
আরও পড়ুন:
প্রতি মাসে ফেলোশিপ হিসাবে ইন্টার্নদের ৫,০০০ টাকা দেওয়া হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য আলাদা করে তাঁদের আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনের জন্য প্রার্থীদের একটি ফর্ম পূরণ করে তা অনলাইনে জমা দিতে হবে। নির্দেশিকা মোতাবেক আবেদনের শেষ দিন ৩ মে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।