চুক্তির ভিত্তিতে দু’বছরের জন্য জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এই নিয়োগ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, মোট সাত জনকে ওই কাজের জন্য বেছে নেওয়া হবে।
মেকানিক্যাল, ইলেক্ট্রনিক্স, নাভাল আর্কিটেকচার, এরোস্পেস, এরোনটিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজিতে স্নাতকোত্তর যোগ্যতা থাকলে উল্লিখিত পদে কাজের জন্য আবেদনের সুযোগ মিলবে। তবে, শর্তসাপেক্ষে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকদের আবেদনও গ্রহণ করা হবে।
আরও পড়ুন:
-
নেট উত্তীর্ণ হয়েছেন? জেআরএফ হিসাবে গবেষণার সুযোগ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়
-
জীবন বিজ্ঞানের আঁকা নিয়ে বাড়ছে চিন্তা? মাধ্যমিকের আগে রইল বিশেষজ্ঞের পরামর্শ
-
কেন্দ্রীয় অর্থপুষ্ট প্রকল্পে গবেষণার সুযোগ, নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করল আইআইএসইআর কলকাতা
-
আইপিজিএমইআর, কলকাতায় কর্মী প্রয়োজন, থাকা চাই পিএইচডি ডিগ্রি
একই সঙ্গে আবেদনকারীদের বৈধ ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) স্কোর থাকতে হবে। স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নদের ক্ষেত্রে একই বিষয়ে স্নাতক হওয়া প্রয়োজন। বয়স ২৮ বছরের মধ্যে হওয়া আবশ্যিক।
আগামী ১৯ এবং ২০ ফেব্রুয়ারি প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। তার আগেই আবেদন জমা দিতে হবে। প্রয়োজনে লিখিত পরীক্ষার মাধ্যমে ইন্টারভিউয়ের জন্য প্রার্থীদের বাছাই হবে। তার জন্য ১০ টাকা এগজ়ামিনেশন ফি হিসাবে বরাদ্দ করা হয়েছে।
ইন্টারভিউয়ের দিন এগজ়ামিনেশন ফি জমা দেওয়ার রসিদ সঙ্গে রাখা প্রয়োজন। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।