রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থা চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস (সিএলডব্লিউ)-এ চাকরির সুযোগ। সম্প্রতি সেই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার ওয়েবসাইটে। জানানো হয়েছে, চিত্তরঞ্জনে সংস্থার অধীনস্থ বিভিন্ন রেলওয়ের স্কুলে ২০২৫-’২৬ শিক্ষাবর্ষের জন্য শিক্ষক নিয়োগ করা হবে। সমস্ত পদে নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। যার জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। এর জন্য আলাদা ভাবে আবেদন করতে হবে না প্রার্থীদের।
সংস্থার অধীনস্থ স্কুলগুলিতে নিয়োগ হবে পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক (পিজিটি) এবং প্রশিক্ষিত গ্র্যাজুয়েট শিক্ষক (টিজিটি) পদে। মোট শূন্যপদের সংখ্যা ৩৭। সংশ্লিষ্ট স্কুলগুলিতে নিযুক্তদের পড়াতে হবে পদার্থবিদ্যা, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি, হিন্দি, ইতিহাস, গণিত, অর্থনীতি, কমার্স, শারীরশিক্ষা-র মতো নানা বিষয়।
উভয় পদে আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে। পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক (পিজিটি) এবং প্রশিক্ষিত গ্র্যাজুয়েট শিক্ষক (টিজিটি) পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে যথাক্রমে মাসে ২৭,৫০০ টাকা এবং ২৬, ২৫০ টাকা।
আরও পড়ুন:
প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার বিষয়ে মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
আগামী ৫, ৭, ৮, ৯, ১১ এবং ১২ এপ্রিল নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। সংস্থার অফিসে ইন্টারভিউ শুরু হবে সকাল সাড়ে ৯টা থেকে। বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি নিয়ে প্রার্থীদের উপস্থিত হতে হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।