Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Bose Institute Recruitment 2023

কলকাতায় বসু বিজ্ঞান মন্দিরে গবেষণার সুযোগ, কোন বিভাগের জন্য নিয়োগ?

নিযুক্ত ব্যক্তির সাম্মানিকের পরিমাণ হবে ৩৫,০০০ টাকা প্রতি মাসে। এ ছাড়া বাড়িভাড়া বাবদ ভাতাও মিলবে।

Bose Institute

বসু বিজ্ঞান মন্দির। সংগৃহীত ছবি।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৩ ১৮:৩৫
Share: Save:

কলকাতার বোস ইনস্টিটিউট বা বসু বিজ্ঞান মন্দিরে গবেষণার সুযোগ। একটি কেন্দ্রীয় গবেষণা প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকল্পে নিয়োগ হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে। তাই আগ্রহীদের আগে থেকে আলাদা ভাবে আবেদন জানাতে হবে না।

প্রতিষ্ঠানের বায়োলজিক্যাল সায়েন্স বিভাগে গবেষণা প্রকল্পের কাজ হবে। প্রকল্পটি কেন্দ্রের সায়েন্স অ্যান্ড রিসার্চ বোর্ড (সার্ব)-এর অর্থপুষ্ট। এটির নাম- ‘ ডেসিফারিং দ্য সেলুলার ফাংশান্স অফ দ্য মাল্টিপল প্যারালগস অফ জিআইএনএসএফ অ্যান্ড জিএলস্ন্যাপস অফ জিয়ার্ডিয়া ল্যাম্বিয়া’।

প্রকল্পে নিয়োগ হবে প্রজেক্ট অ্যাসোসিয়েট-২ পদে। শূন্যপদ রয়েছে একটি। আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে অনূর্ধ্ব ৩৫ বছর। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। প্রকল্পের কাজ চলবে ২০২৬ সালের ৯ অক্টোবর পর্যন্ত। নিযুক্ত ব্যক্তিকে ততদিন পর্যন্তই গবেষণার কাজে যুক্ত থাকতে হবে। নিযুক্ত ব্যক্তির সাম্মানিকের পরিমাণ হবে ৩৫,০০০ টাকা প্রতি মাসে। এ ছাড়া বাড়িভাড়া বাবদ ভাতাও মিলবে।

আবেদনকারীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বায়োলজিক্যাল সায়েন্স বা টেকনোলজিতে স্নাতকোত্তরের পর কোনও সরকারি বা স্বশাসিত বিশ্ববিদ্যালয়/ প্রতিষ্ঠানের রিসার্চ ল্যাবরেটরিতে দু’বছর গবেষণার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যাঁদের মলিকিউলার বায়োলজি/ বায়োকেমিস্ট্রিতে সম্যক জ্ঞান রয়েছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

প্রতিষ্ঠানের সল্টলেক ক্যাম্পাসে আগামী ২০ নভেম্বর দুপুর ১২টা থেকে নিয়োগের ইন্টারভিউ হবে। ওই দিন আবেদনপত্র, জীবনপঞ্জি-সহ অন্যান্য প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে উপস্থিত হতে হবে প্রার্থীদের। নিয়োগের বিষয়ে বিস্তারিত জানার জন্য আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

অন্য বিষয়গুলি:

Bose Institute Project Associate Recruitment WB Govt Jobs Govt Job Recruitment 2023 Govt Job Vacancy 2023
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy