Advertisement
১৯ অক্টোবর ২০২৪
Bank Job Recruitment 2024

৬০০ শূন্যপদে শিক্ষানবিশ নিয়োগ করবে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, দেওয়া হবে স্টাইপেন্ড

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হিসেবে এক বছর প্রশিক্ষণ চলবে। এর জন্য মাসিক ৯ হাজার টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৪ ১৬:১১
Share: Save:

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে শিক্ষানবিশ নিয়োগ করা হবে। ১৯৬১-এর শিক্ষানবিশ আইনের অধীনে এই নিয়োগ হবে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে। এই মর্মে ব্যাঙ্কের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বলা হয়েছে, অনলাইনে জমা দেওয়া যাবে আবেদনপত্র।

ব্যাঙ্কের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ৬০০টি পদে দেশজুড়ে এই শিক্ষানবিশ নিয়োগ প্রক্রিয়া চলবে। নিযুক্তদের রোজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হিসেবে এক বছর প্রশিক্ষণ দেওয়া হবে। এর জন্য প্রতি মাসে ৯ হাজার টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। পাশাপাশি যে অঞ্চলে নিয়োগ করা হবে, সেখানকার ভাষা জানা প্রয়োজন। প্রার্থীর বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রর ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি, দিতে হবে আবেদনমূল্য। ২৪ অক্টোবর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এ বিষয়ে সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে আইপিপিবি-র ওয়েবসাইটটি দেখতে পারেন।

অন্য বিষয়গুলি:

Job Vacancy Job Recruitment
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE