মালদহ জেলায় বিভিন্ন পদে কাজের সুযোগ রয়েছে। জেলার বাইশ হাজারি ওয়াকফ এস্টেটে নিয়োগ করা হবে কর্মীদের। সমস্ত পদেই অস্থায়ী ভাবে নিয়োগ হবে। সেই মর্মে দু’দিন আগেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে। এর জন্য আগ্রহীদের অফলাইনে আবেদন করতে হবে। যা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
জেলায় নিয়োগ হবে অফিস সুপারিন্টেন্ডেন্ট, অ্যাকাউন্ট্যান্ট, সুপারভাইজ়ার, অফিস পিয়ন এবং তহসিলদার পদে। মোট শূন্যপদ রয়েছে আটটি। শুধুমাত্র অফিস সুপারিন্টেন্ডেন্ট পদে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ৫০ থেকে ৬৫ বছরের মধ্যে। বাকি পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২০ থেকে ৫৫ বছরের মধ্যে থাকতে হবে।
আরও পড়ুন:
-
হাজরার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার হাসপাতালে চিকিৎসক নিয়োগ, শূন্যপদ ক’টি?
-
আলিপুরদুয়ার জেলায় যোগ প্রশিক্ষক নিয়োগ, কারা আবেদন করতে পারবেন?
-
কেন্দ্রীয় সংস্থা এনপিসিসি লিমিটেডে ইঞ্জিনিয়ারদের চাকরির সুযোগ, নিয়োগ কোন পদে?
-
সংশোধিত হবে ইউজিসি নেটের পাঠ্যক্রম, জানালেন ইউজিসি সচিব
-
কলকাতা বিশ্ববিদ্যালয়ের আরবান ইকনমিক স্টাডিজ় সেন্টারে গবেষণার সুযোগ, শূন্যপদ ক’টি?
অফিস পিয়ন বাদে বাকি পদের জন্য আবেদনকারীদের স্নাতক যোগ্যতা থাকতে হবে। এ ছাড়াও প্রয়োজন পেশাদারি অভিজ্ঞতার।
আগ্রহীদের জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২০ ডিসেম্বর। নিয়োগের শর্তাবলি-সহ অন্যান্য তথ্য বিস্তারিত জানতে প্রার্থীদের জেলার প্রশাসনিক ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।