Advertisement
২০ সেপ্টেম্বর ২০২৪
Apprentice Jobs 2024

ন্যাশনাল ইনশিয়োরেন্স কোম্পানি লিমিটেডে শিক্ষানবিশ প্রয়োজন, কারা আবেদন করতে পারবেন?

কলকাতার কেন্দ্র অধীনস্থ সংস্থায় মোট ১৬ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। মোট দু’বছর প্রশিক্ষণ দেওয়া হবে।

National Insurance Company Ltd.

ন্যাশনাল ইনশিয়োরেন্স কোম্পানি লিমিটেড। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৫
Share: Save:

রাষ্ট্রায়ত্ত সংস্থায় শিক্ষানবিশ প্রয়োজন। এই মর্মে ন্যাশনাল ইনশিয়োরেন্স কোম্পানি লিমিটেডের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, মোট ১৬ জনকে অ্যাপ্রেন্টিস হিসাবে প্রশিক্ষণ দেওয়া হবে।

যে কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত কাজের জন্য আবেদন করতে পারবেন। তবে, এ ক্ষেত্রে তাঁদের ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকা প্রয়োজন। পাশাপাশি, স্নাতকেরাও আবেদনের সুযোগ পাবেন।

আবেদনকারীদের বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে। প্রশিক্ষণ প্রাপকদের প্রথম বছর ৪০ হাজার টাকা এবং দ্বিতীয় বছর ৪৫ হাজার টাকা ভাতা হিসাবে দেওয়া হবে। তাঁদের কলকাতার নিউটাউনের অফিসে কাজ করতে হবে।

ইমেল মারফত কিংবা ডাকযোগে আবেদন করতে হবে। উভয় ক্ষেত্রেই বিজ্ঞপ্তিতে প্রকাশিত একটি ফর্ম পূরণ করে পাঠাতে হবে। আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত গ্রহণ করা হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE