রাষ্ট্রায়ত্ত সংস্থায় শিক্ষানবিশ প্রয়োজন। এই মর্মে ন্যাশনাল ইনশিয়োরেন্স কোম্পানি লিমিটেডের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, মোট ১৬ জনকে অ্যাপ্রেন্টিস হিসাবে প্রশিক্ষণ দেওয়া হবে।
যে কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত কাজের জন্য আবেদন করতে পারবেন। তবে, এ ক্ষেত্রে তাঁদের ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকা প্রয়োজন। পাশাপাশি, স্নাতকেরাও আবেদনের সুযোগ পাবেন।
আরও পড়ুন:
-
আইআইটি খড়্গপুরের পদার্থবিদ্যা বিভাগে কর্মখালি, কী ভাবে আবেদন করবেন?
-
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের দিল্লির দফতরে কর্মখালি, কী ভাবে হবে নিয়োগ?
-
ইঞ্জিনিয়ারদের নিয়োগ করবে ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড, আবেদন কী ভাবে?
-
কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে সফট্অয়্যার ইঞ্জিনিয়ার ট্রেনি প্রয়োজন, আবেদনের শর্তাবলি কী কী?
আবেদনকারীদের বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে। প্রশিক্ষণ প্রাপকদের প্রথম বছর ৪০ হাজার টাকা এবং দ্বিতীয় বছর ৪৫ হাজার টাকা ভাতা হিসাবে দেওয়া হবে। তাঁদের কলকাতার নিউটাউনের অফিসে কাজ করতে হবে।
ইমেল মারফত কিংবা ডাকযোগে আবেদন করতে হবে। উভয় ক্ষেত্রেই বিজ্ঞপ্তিতে প্রকাশিত একটি ফর্ম পূরণ করে পাঠাতে হবে। আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত গ্রহণ করা হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।