হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। ছবি: সংগৃহীত
স্নাতকস্তরের পড়াশোনা শেষ করেছেন, এমন প্রার্থীরা কেন্দ্রীয় সংস্থায় কাজের সুযোগ পাবেন। হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডে ৬৪৭টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস (শিক্ষানবিশ) প্রয়োজন। প্রার্থীদের দেওয়া হবে এক বছরের প্রশিক্ষণ। কী ভাবে আবেদন করা যাবে, কারা আবেদন করতে পারবেন, রইল সবিস্তারে।
কারা আবেদন করতে পারবেন?
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস:
২০২০ থেকে ২০২৩ পর্যন্ত স্নাতকোত্তীর্ণ শিক্ষার্থীরা প্রশিক্ষণের সুযোগ পাবেন। ইঞ্জিনিয়ারিং বিভাগের মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, প্রোডাকশন, সিভিল, ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, কেমিক্যাল, কম্পিউটার সায়েন্স, এরোনটিক্যাল শাখায় স্নাতকোত্তীর্ণ ইঞ্জিনিয়ারদের আবেদন গ্রহণ করা হবে। পাশাপাশি, কলা, বিজ্ঞান, বাণিজ্য, বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন এবং ফার্মাসি বিষয়ে স্নাতকোত্তীর্ণ শিক্ষার্থীদেরও সুযোগ দেওয়া হবে।
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস:
ইঞ্জিনিয়ারিং বিভাগের মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, এরোনটিক্যাল এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট, হোটেল ম্যানেজমেন্ট এবং নার্সিংয়ে ডিপ্লোমা করেছেন, এমন প্রার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে।
এছাড়াও ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট তথা আইটিআই শংসাপত্র রয়েছে, এমন প্রার্থীদের ফিটার, টুল অ্যান্ড ডাই মেকার, টার্নার, মেকানিস্ট, কারপেন্টার, মেশিনিস্ট, ইলেকট্রিশিয়ান, ড্রাফটসম্যান, ইলেকট্রনিক্স মেকানিক, পেন্টার, শিট মেটাল ওয়ার্কার, মোটর ভেহিক্যাল মেকানিক, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ওয়েল্ডার, স্টেনোগ্রাফার এবং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক পদে প্রশিক্ষণ দেওয়া হবে।
কী ভাবে আবেদন করা যাবে?
অনলাইনে প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে মেধার উপর নির্ভর করে নিয়োগ করা হবে। আবেদনের শেষ দিন আগামী ২৩ অগস্ট, ২০২৩। এ বিষয়ে সবিস্তারে জানার জন্য সংস্থার ওয়েবসাইট দেখতে হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy