রাজ্যের সরকারি হাসপাতালে নির্দিষ্ট সময়ের চুক্তিতে চাকরির সুযোগ। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের হসপাতালে কর্মী নিয়োগ করা হবে। প্রাথমিক ভাবে এক বছরের চুক্তির ভিত্তিতে সিনিয়র রিসার্চ ফেলো, জুনিয়র রিসার্চ ফেলো, কন্ট্রাক্চুয়াল মেডিক্যাল অফিসার হিসাবে নিযুক্তকে কাজ করতে হবে। শূন্যপদ ছ’টি।
৪৪ দিনের চুক্তিতে নিযুক্তদের সার্জিক্যাল অন্কোলজি, হেড অ্যান্ড নেক অন্কোলজি, রেডিয়েশন অন্কোলজি এবং পেন অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার বিভাগে কাজ করতে হবে। সিনিয়র রেসিডেন্ট এবং কন্ট্রাকচুয়াল মেডিক্যাল অফিসার পদে প্যালিয়েটিভ মেডিসিন বিষয়ে ডক্টর অফ মেডিসিন (এমডি) ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। উল্লিখিত বিভাগে পূর্বে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আরও পড়ুন:
সিনিয়র রেসিডেন্টকে প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে এক লক্ষ ৩২ হাজার ৬৬০ টাকা এবং কন্ট্রাকচুয়াল মেডিক্যাল অফিসার পদে এক লক্ষ টাকা দেওয়া হবে। প্রার্থীদের ৪৫ বছরের মধ্যে বয়স হওয়ার প্রয়োজন।
জুনিয়র রেসিডেন্ট হিসাবে সার্জিক্যাল অন্কোলজি কিংবা রেডিয়েশন অন্কোলজি বিষয়ে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। তাঁদের প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে এক লক্ষ পাঁচ হাজার ৮১৮ টাকা দেওয়া হবে। প্রার্থীদের ৩৭ বছরের মধ্যে বয়স হওয়ার প্রয়োজন।
আগ্রহীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথি-সহ আবেদনপত্র নিয়ে সরাসরি ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে। সঙ্গে ২০০ টাকার ডিমান্ড ড্রাফট রাখা প্রয়োজন। ৭ মে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের হাজরার ক্যাম্পাসে ইন্টারভিউ নেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।