কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে কাজের সুযোগ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) দিল্লির তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নিয়োগ সংক্রান্ত বিশদ তথ্য জানানো হয়েছে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানের বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের একটি গবেষণা প্রকল্পে কর্মী প্রয়োজন। শূন্যপদ দু’টি।
প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট হিসাবে ওই প্রকল্পে কাজ করতে হবে। ওই পদে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগে তাঁদের অন্তত তিন বছর কাজের অভিজ্ঞতা এবং পাইথন, জাভাস্ক্রিপ্টের মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ় নিয়ে কাজের দক্ষতা থাকা আবশ্যক। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৫৬ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
আরও পড়ুন:
-
শুভ্রবসনার বন্দনায় ছক ভাঙার স্পর্ধা, ছাত্রীর পৌরোহিত্যে বাগদেবীর আরাধনা
-
এনআইটি সিকিমের গবেষণা প্রকল্পে কর্মী প্রয়োজন, কারা আবেদন করতে পারবেন?
-
স্কুলমণ্ডপ সজ্জায় বাংলার ঐতিহ্য ও দক্ষিণী শিল্পকলার উত্তুরে বাতাস, শামিল প্রাক্তন শিক্ষক-শিক্ষিকারাও
-
ক্যানভাসে রঙের প্রলেপ, মাটি লেপে মূর্তির সাজ, জমজমাট আইআইইএসটি শিবপুরের আর্ট ফেস্টিভ্যাল
প্রজেক্ট টেকনিশিয়ান পদে নিযুক্ত ব্যক্তির মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা থাকা প্রয়োজন। তবে ওই বিষয়ে স্নাতকরাও সংশ্লিষ্ট পদে আবেদনের সুযোগ পাবেন।
নিযুক্ত ব্যক্তিকে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) অর্থপুষ্ট ওই গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। যার নাম— ‘অ্যাডভান্সড সেন্টার ফর ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন অফ ডায়গনোস্টিক্স অফ ন্যাশনাল ইম্পর্টেন্স’। কাজের মেয়াদ ৩০ এপ্রিল, ২০২৯ পর্যন্ত।
সংশ্লিষ্ট বিভাগে কাজ করতে আগ্রহীদের জীবনপঞ্জি, শংসাপত্র এবং অন্যান্য নথি নিয়ে ইন্টারভিউ দিতে যেতে হবে। ইন্টারভিউয়ের তারিখ ১৮ ফেব্রুয়ারি। সংশ্লিষ্ট বিষয়ে বিশদ জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে পারেন।