Advertisement
২০ জানুয়ারি ২০২৫
AAI Recruitment 2024

এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় চলতি বছরের গেট উত্তীর্ণদের চাকরির সুযোগ, শূন্যপদ ৪৯০টি

নিযুক্তদের বেতনক্রম হবে ৪০,০০০-১,৪০,০০০ টাকা প্রতি মাসে। এ ছাড়াও মিলবে অন্যান্য সুযোগসুবিধা।

AAI

এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)। সংগৃহীত ছবি।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:০১
Share: Save:

চলতি বছরের গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং (গেট)-উত্তীর্ণদের জন্য চাকরির সুযোগ রয়েছে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)-য়। সম্প্রতি রাষ্ট্রায়ত্ত এই সংস্থার তরফে সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে।

সংস্থায় নিয়োগ হবে জুনিয়র এগজ়িকিউটিভ (আর্কিটেকচার), জুনিয়র এগজ়িকিউটিভ (ইঞ্জিনিয়ারিং-সিভিল), জুনিয়র এগজ়িকিউটিভ (ইঞ্জিনিয়ারিং-ইলেক্ট্রিক্যাল), জুনিয়র এগজ়িকিউটিভ (ইলেক্ট্রনিক্স) এবং জুনিয়র এগজ়িকিউটিভ (ইনফরমেশন টেকনোলজি) পদে। মোট শূন্যপদের সংখ্যা ৪৯০। আবেদনকারীদের বয়স হতে হবে অনূর্ধ্ব ২৭ বছর। সংরক্ষিতদের এ ক্ষেত্রে কিছুটা ছাড় থাকবে। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের প্রথম ছ’মাস প্রশিক্ষণ দেওয়া হবে। নিযুক্তদের বেতনক্রম হবে ৪০,০০০-১,৪০,০০০ টাকা প্রতি মাসে। এ ছাড়াও মিলবে অন্যান্য সুযোগসুবিধা।

জুনিয়র এগজ়িকিউটিভ (আর্কিটেকচার) পদের জন্য প্রার্থীদের আর্কিটেকচারে ব্যাচেলর্স ডিগ্রির পাশাপাশি কাউন্সিল অফ আর্কিটেকচার প্রদত্ত রেজিস্ট্রেশনও থাকতে হবে। এ ছাড়া, ২০২৪-এর গেট-এ আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং বিষয়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। একই ভাবে অন্য পদগুলির জন্যেও রয়েছে পৃথক যোগ্যতার মাপকাঠি।

আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তরা বাদে বাকিদের আবেদনমূল্য বাবদ ৩০০ টাকা জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়া আগামী ২ এপ্রিল থেকে শুরু হয়ে ১ মে পর্যন্ত চলবে। এর পর প্রার্থীদের নথি যাচাইকরণ এবং গেট-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সংশ্লিষ্ট পদগুলির জন্য বাছাই করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

অন্য বিষয়গুলি:

Airports Authority of India Govt Job Recruitment 2024 Govt Job Vacancy 2024 Govt Jobs 2024
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy