ফাইল চিত্র
দ্বিতীয় দফার ভোট শুরু হওয়ার পরেই একাধিক জেলা থেকে ইভিএম খারাপ হওয়ার খবর পাওয়া গিয়েছে। শুধু পূর্ব মেদিনীপুর জেলাতেই সকাল ৬.১০ থেকে ৯.১২ পর্যন্ত মোট ৪৩টি ইভিএম খারাপ হয়েছে বলে খবর মিলেছে। পশ্চিম মেদিনীপুর জেলায় ৫৬টি ইভিএম খারাপ হওয়ার খবর মিলেছে সকাল ৯.৪৭ পর্যন্ত। দক্ষিণ ২৪ পরগনা জেলায় বেলা ১০.০৯ পর্যন্ত ৪৫টি ইভিএম খারাপ হওয়ার খবর পাওয়া গিয়েছে।
পাশকুঁড়া, চণ্ডীপুর, হলদিয়ার মতো একাধিক কেন্দ্র থেকে ইভিএম খারাপ হওয়ার খবর পাওয়া গেলেও পূর্ব মেদিনীপুরের নজরকাড়া কেন্দ্র নন্দীগ্রামে ইভিএম গোলমালের কোনও খবর মেলেনি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত। ওই জেলাতে ভোট শুরু হওয়ার একঘণ্টা আগে, সকাল ৬.০৯ মিনিটে প্রথম ইভিএম গোলমালের খবর আসে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর কেন্দ্র থেকে। তারপর খবর আসে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার কেন্দ্রেও ভোট মেশিন গোলমাল করছে। পশ্চিম মেদিনীপুরের কেশপুর, সবং, পিংলা, নারায়ণগড় থেকে ইভিএম খারাপ হওয়ার খবর পাওয়া গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর, এই তিন বিধানসভা কেন্দ্র থেকেই ইভিএম খারাপ হওয়ার অসংখ্য অভিযোগ এসেছে।
ইভিএম খারাপ হওয়া নিয়ে অভিযোগ করেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি টুইটারে লিখেছেন, ‘পুলিশ অধিকারিকদের সরাতে নির্বাচন কমিশন যতটা উদ্যোগী হয়েছে, যদি ইভিএম সঠিক ভাবে চালাতে যদি এর অর্ধেকও উদ্যোগী হত, তাহলে নির্বিঘ্নে নির্বাচন হত’।
More than 150 EVM machines malfunctioning since Phase II voting started this morning
— Mahua Moitra (@MahuaMoitra) April 1, 2021
Wish @ECISVEEP had put half as much effort into ensuring no EVM glitches as it did into transferring police officials ..
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy