নির্বাচন কমিশনের কাছে যে হলফনামা জমা দিয়েছেন তাতে তাঁর বিষয়-আশয় সম্পর্কে বিশদে উল্লেখ রয়েছে।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২১ ১৭:৪২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
বিজেপির তারকা প্রার্থী অভিনেত্রী পায়েল সরকার। বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে লড়ছেন তিনি। নির্বাচন কমিশনের কাছে যে হলফনামা জমা দিয়েছেন তাতে তাঁর বিষয়-আশয় সম্পর্কে বিশদে উল্লেখ রয়েছে।
০২১২
পায়েলের হাতে নগদ রয়েছে ৫০ হাজার টাকা। আইসিআইসিআই ব্যাঙ্কের দু’টি অ্যাকাউন্ট, এসবিআই-এর ১টি এবং এইচডিএফসি-র ১টি অ্যাকাউন্ট মিলিয়ে মোট রয়েছে ১ লাখ ৩২ হাজার ৯২৬ টাকা।
০৩১২
এর বাইরে পিপিএফ অ্যাকাউন্টে রয়েছে ৪ লাখ ৪২ হাজার ৬১৭ টাকা। এসবিআই-এর বিভিন্ন শাখায় তাঁর মোট ৬টি টার্ম ডিপোজিট রয়েছে। সেগুলো মিলিয়ে মোট সঞ্চয় ৭ লাখ ৩০ হাজার ৭৬৪ টাকা।
০৪১২
মিউচুয়াল ফান্ড রয়েছে ৫ লাখ ২ হাজার টাকা। আড়াই লাখ টাকার এলআইসি রয়েছে। আইসিআইসিআই এবং এইচডিএফসি ব্যাঙ্কে আলাদা করে ৩টি পলিসি ৩২ লাখ টাকার।
০৫১২
হলফনামায় একটিমাত্র গাড়ির উল্লেখ করেছেন পায়েল। অডি এ৬১। ২০১৪ সালে গাড়িটি ১৬ লাখ টাকায় কিনেছিলেন তিনি।
০৬১২
৫৬ গ্রাম সোনা রয়েছে তাঁর কাছে। সোনা এবং অন্যান্য মূল্যবান জিনিস রয়েছে আড়াই লাখ টাকার।
০৭১২
অর্থাৎ তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ মোট ৭১ লাখ ৫৮ হাজার ৩০৭ টাকা।
০৮১২
পারিবারিক সূত্রে কিংবা নিজের উপার্জনে কোনও জমি তাঁর নামে নথিভুক্ত নেই বলেই হলফনামায় জানিয়েছেন তিনি। তবে একটি ফ্ল্যাট রয়েছে তাঁর।