২৯৪ আসনের মধ্যে এখনও পর্যন্ত ২৮৩ আসনের প্রার্থীর নাম জানানো হয়েছে। বাকি রাখা হয়েছে ১০ কেন্দ্রের ঘোষণা।
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ মার্চ ২০২১ ২১:১৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১৪০
নীলবাড়ির লড়াইয়ে দফায় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। তবে ২৯৪ আসনের মধ্যে এখনও পর্যন্ত ২৮৩ আসনের প্রার্থীর নাম জানানো হয়েছে। বাকি রাখা হয়েছে ১০ কেন্দ্রের ঘোষণা। পুরুলিয়ার বাঘমুন্ডি আসনটি জোটসঙ্গী আজসুকে ছেড়েছে বিজেপি।
০২৪০
কোচবিহারে এ বার বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিককেও প্রার্থী করেছে. তিনি লড়বেন দিনহাটা আসন থেকে।
০৩৪০
আলিপুরদুয়ার জেলায় ২০১৬ সালে মাদারিহাট আসন জিতেছিল বিজেপি। এ বারও সেখানে প্রার্থী হয়েছেন বিধায়ক মনোজ টিগ্গা।
০৪৪০
গত লোকসভা নির্বাচনের নিরিখে জলপাইগুড়িতে সুবিধাজনক জায়গায় বিজেপি। ডাবগ্রাম-ফুলবাড়ি আসনে রাজ্যের মন্ত্রী গৌতম দেবের বিরুদ্ধে বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়।
০৫৪০
পাহাড়ের ৩টি আসনে এখনও প্রার্থীদের নাম ঘোষণা করেনি বিজেপি।
০৬৪০
উত্তর দিনাজপুরের করণদিঘি ও ইটাহার কেন্দ্রের প্রার্থীর নাম এখনও ঘোষণা করেনি বিজেপি।
০৭৪০
দক্ষিণ দিনাজপুরে মোট আসন ৬টি। গত লোকসভা নির্বাচনের নিরিখে বিজেপি এগিয়ে ৩টি আসনে।
০৮৪০
হবিবপুরে এ বারেও বিজেপি-র প্রার্থী ২০১৬ সালে জয়ী জোয়েল মুর্মু।
০৯৪০
ইংরেজবাজারে প্রার্থী হয়েছেন শ্রীরূপা মিত্র চৌধুরী। তিনি গত লোকসভা নির্বাচনে মালদহ দক্ষিণে পরাজিত হয়েছিলেন।
১০৪০
মুর্শিদাবাদে বিজেপি প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য সাগরদিঘি কেন্দ্রে তৃণমূল থেকে বিজেপি-তে যাওয়া মাফুজা খাতুন।
১১৪০
মুর্শিদাবাদের ২২টি আসনের সব ক’টিতেই লোকসভা নির্বাচনের নিরিখে পিছিয়ে বিজেপি।
১২৪০
মুর্শিদাবাদের বহরমপুর আসনের প্রার্থীর নাম এখনও ঘোষণা করেনি বিজেপি।
১৩৪০
নদিয়া জেলায় সব চেয়ে উল্লেখযোগ্য প্রার্থী মুকুল রায়। বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি লড়বেন কৃষ্ণনগর উত্তর আসনে।
১৪৪০
শান্তিপুর আসনে প্রার্থী হলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার।
১৫৪০
মতুয়া প্রধান বাগদা, বনগাঁ উত্তর এবং গাইঘাটা আসনে এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি।