সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান
‘দিদির দূত’ নুসরত জাহান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উন্নয়নকে আরও বেশি করে বাংলার মানুষের কাছে পৌঁছে দিতে চাইছেন সাংসদ-অভিনেত্রী। সে কথাই বিধানসভা ভোটের প্রাক্কালে আরও একবার মনে করিয়ে দিলেন তিনি।
‘দিদিকে বলো’-র টুইটার হ্যান্ডেল থেকে শনিবার সকালে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। সেখানে নুসরত বলছেন, “গত ১০ বছরে বাংলার কোনায় কোনায় আমরা বাংলায় উন্নয়নের জোয়ার দেখেছি এবং এই উন্নয়নকে আরও বাংলার মানুষের কাছাকাছি এবং ঘরে ঘরে পৌঁছে দিতে বাংলা নিজের মেয়েকে চায়। আমি দিদির পাশে আছি। আমি জানি, আপনারাও দিদির পাশে আছেন।”
দিন কয়েক আগেই নুসরতের বিশেষ বন্ধু যশ হাতে তুলে নিয়েছেন গেরুয়া শিবিরের পতাকা। যশের এই পদক্ষেপে সুর নরম হয়নি নুসরতের। যে সময় যশ বিজেপিতে যোগদান করছিলেন, তখনও সেই দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে টুইট করে ভর্ৎসনা করেছিলেন নুসরত। দিন তিনেক আগেই আবার ফাঁকা মাঠে বিজেপি-র সভার ছবি শেয়ার করে ‘পাওরি’ হচ্ছে বলে বিরোধী দলকে কটাক্ষ করেছিলেন নুসরত। যশের সঙ্গে তাঁরও পদ্ম শিবিরে নাম লেখানোর গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু নিজের কাজের মাধ্যমেই সেই জল্পনায় জল ঢেলে দিলেন নুসরত। গত শুক্রবার পশ্চিমবঙ্গে ঘোষণা হয়েছে বিধানসভা নির্বাচনের দিন। ঘাসফুলের জমি যাতে পদ্ম না দখল করে, তার জন্য কোমর বেঁধে মাঠে নামছে বসিরহাটের সাংসদ।
বাংলা নিজের মেয়েকেই চায়। #BanglaNijerMeyekeiChay #Didi #MamataBanerjee #DidiKeBolo pic.twitter.com/aDjqJEb4XV
— Didi Ke Bolo (@DidiKeBolo) February 27, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy