পুরো নাম হিরণ্ময় চট্টোপাধ্যায়। এ বারের নির্বাচনে খড়্গপুর সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ।
নিজস্ব সংবাদদাতা
কলকাতাশেষ আপডেট: ৩০ মার্চ ২০২১ ১৫:২৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
পুরো নাম হিরণ্ময় চট্টোপাধ্যায়। এ বারের নির্বাচনে খড়্গপুর সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ। এই আসন থেকেই ২০১৬ সালে জিতে প্রথমবারের জন্য বিধায়ক হয়েছিলেন দিলীপ ঘোষ। আপাতত হিরণের জন্য মনপ্রাণ দিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি।
০২১০
৪৫ বছরের এই অভিনেতা উলুবেড়িয়ার বাসিন্দা। তবে স্ত্রী ও মেয়ের সঙ্গে তিনি আনন্দপুর থানার অন্তর্গত একটি ফ্ল্যাটে থাকেন।
০৩১০
নির্বাচন কমিশনের কাছে তিনি সম্পত্তির যে হলফনামা জমা দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে কোটিতে বিরাজ করেন হিরণ। তিনি একদিকে যেমন অভিনেতা হওয়ার পাশাপাশি ব্যবসায়ী, তেমন তাঁর স্ত্রীও চাকরি করার পাশাপাশি ব্যবসা করেন।
০৪১০
তাঁর হলফনামা অনুযায়ী, হিরণের কাছে নগদ রয়েছে ২ লাখ টাকা এবং তাঁর স্ত্রীর হাতে রয়েছে মাত্র ২০ হাজার টাকা।
০৫১০
ইয়েস ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, এসবিআই, ইউনিয়ন ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক ইত্যাদি মিলিয়ে তাঁর সঞ্চয় ১ কোটি ১৮ লাখ ১৬ হাজার ৬৫৯ টাকা এবং বিভিন্ন ব্যাঙ্ক মিলিয়ে তাঁর স্ত্রীর অ্যাকাউন্টে রয়েছে ৫৭ লাখ ৮৪ হাজার ২১৭ টাকা।
০৬১০
শেয়ার বাজার, বিভিন্ন বন্ড, মিউচুয়াল ফান্ড মিলিয়ে হিরণের বিনিয়োগ ৩৭ লাখ ৯২ হাজার ৫৩৩ টাকা এবং তাঁর স্ত্রীর বিনিয়োগ ৯০ হাজার টাকা।
০৭১০
এলআইসি, ডাকঘর, জীবনবিমাতে বিনিয়োগ করেছেন ৮ লাখ ৫ হাজার ৫০০ টাকা এবং তাঁর স্ত্রীর বিনিয়োগ ২ লাখ ৫০ হাজার টাকা,
০৮১০
বিভিন্ন সংস্থা থেকে তিনি মোট ৬৪ লাখ ৫৬ হাজার ১১৪ টাকা ঋণ নিয়েছেন। তাঁর স্ত্রীর ঋণ ১১ লাখ ৫৭ হাজার ৭২ টাকা।
০৯১০
৭ লাখ ৬৮ হাজার টাকার একটি টয়োটা ইটিয়স গাড়ি রয়েছে তাঁর। যথাক্রমে ৪ লাখ এবং ৬ লাখ টাকার সোনা এবং অন্যান্য মূল্যবান জিনিস রয়েছে তাঁর এবং স্ত্রীর কাছে।
১০১০
২০১০ সালে হরিদেবপুরে ১ হাজার ১১০ বর্গ ফুটের একটি ফ্ল্যাট কেনেন তিনি। যার বর্তমান বাজার মূল্য ৫০ লাখ টাকা। এ ছাড়া কসবায় ৯৭২ বর্গ ফুটের একটি ফ্ল্যাট কিনেছিলেন ২০১৫ সালে। যার বর্তমান মূল্য ৯০ লাখ টাকা।