WB Election: BJP Candidate Agnimitra Paul owns a flat but no car dgtl
West Bengal Assembly Election 2021
Bengal Polls: কোটির উপর সম্পত্তি, পরিচিতের কাছে ঋণও কোটির উপর, হলফনামায় জানালেন অগ্নিমিত্রা
পদ্মশিবিরে পা রেখেই প্রতিদ্বন্দ্বিতার টিকিট। এ বার নির্বাচনে অগ্নিমিত্রা পাল লড়ছেন আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২১ ০৮:১৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৭
ব্যস্ত ছিলেন নিজের সৃষ্টির দুনিয়ায়। সেখান থেকেই আত্মপ্রকাশ রাজনীতির ময়দানে। পদ্মশিবিরে পা রেখেই প্রতিদ্বন্দ্বিতার টিকিট। এ বার নির্বাচনে অগ্নিমিত্রা পাল লড়ছেন আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে।
০২১৭
নির্বাচন কমিশনের কাছে হলফনামায় নিজের সম্পত্তির বিবরণ দিয়েছেন অগ্নিমিত্রা। জানিয়েছেন, ২০১৯-২০ অর্থবর্ষে তাঁর উপার্জন ২১ লক্ষ ৯৪ হাজার ৮৪০ টাকা।
০৩১৭
তাঁর স্বামীর উপার্জন ছিল ১ কোটি ২৮ লক্ষ ১৪ হাজার ৩০০ টাকা।
০৪১৭
দুই ছেলে বিঘ্নেশ এবং সিদ্ধেশ তাঁদের উপর নির্ভরশীল বলে জানিয়েছেন পাল দম্পতি।
০৫১৭
এই মুহূর্তে তাঁর হাতে ৬৪ হাজার টাকা আছে বলে জানিয়েছেন অগ্নিমিত্রা।
০৬১৭
তাঁর স্বামীর হাতে কত টাকা এই মুহূর্তে আছে, সেটা জানেন না বলে হলফনামায় উল্লেখ করেছেন অগ্নিমিত্রা।
০৭১৭
বিভিন্ন ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে অগ্নিমিত্রার নামে রাখা আছে যথাক্রমে ৪ লক্ষ ৭৬ হাজার ৬৫৭ টাকা, ৫ লক্ষ ৩৮ হাজার ৮৪৬ টাকা ২৯ পয়সা, ৯ লক্ষ ৬৫ হাজার ৮৬৭ টাকা ৭৫ পয়সা, ১৬ লক্ষ ৭৭ হাজার ৩১২ টাকা ৮৩ পয়সা, ৩৩ হাজার ২৬৩ টাকা ৮৮ পয়সা, ৬ লক্ষ ৪২ হাজার ২৯১ টাকা ৪৫ পয়সা, ১ লক্ষ ৬৯ হাজার ৪৫৮ টাকা ৪ পয়সা, ৫ লক্ষ ৫৪ হাজার ৫৬৪ টাকা ৮ পয়সা এবং ১০ হাজার টাকা।
০৮১৭
শেয়ারবাজারে অগ্নিমিত্রা বিনিয়োগ করেছেন ৫ লক্ষ ৮০ হাজার ৯০০ টাকা।
০৯১৭
দু’টি ক্ষেত্রে জীবনবিমায় অগ্নিমিত্রা বিনিয়োগ করেছেন যথাক্রমে ১ লক্ষ এবং ১৬ লক্ষ টাকা।
১০১৭
তাঁর নামে কোনও গাড়ি নেই বলে জানিয়েছেন অগ্নিমিত্রা। তাঁর কাছে ৮৩০ গ্রাম সোনার গয়না আছে। যার বাজারমূল্য প্রায় ৩৬ লক্ষ ৭৬ হাজার ৭০ টাকা।
১১১৭
কোনও কৃষিজমি বা বাণিজ্যিক দোকানঘর তাঁর নামে নথিভুক্ত নেই বলে জানিয়েছেন অগ্নিমিত্রা।
১২১৭
নিউটাউনের এক বহুতলের ফ্ল্যাটে থাকেন অগ্নিমিত্রা। ২৩৬৬ বর্গফুট আয়তনের ফ্ল্যাটের দাম ছিল ১ কোটি ১৮ লক্ষ ২৪ হাজার ৯৫১ টাকা।
১৩১৭
ফ্ল্যাটটির বর্তমান বাজারদর প্রায় ১ কোটি ২৮ লক্ষ ৭৫ হাজার ২৬ টাকা।
১৪১৭
এই মুহূর্তে অগ্নিমিত্রার নামে কোনও ব্যাঙ্কঋণ চলছে না। তবে এক পরিচিতর কাছে ১ কোটি ১৯ লক্ষ ৭১ হাজার ২৭০ টাকার ঋণ বাকি আছে অগ্নিমিত্রার।
১৫১৭
হলফনামায় নিজেকে কস্টিউম ডিজাইনার বলে পরিচয় দিয়েছেন অগ্নিমিত্রা। উপার্জনের উৎস হিসেবে তিনি উল্লেখ করেছেন বেতন এবং নিজের ব্যবসার কথা।
১৬১৭
অগ্নিমিত্রার স্বামী ব্যবসায়ী। তবে গত আর্থিক বর্ষের উপার্জন এবং পেশা ছাড়া বাকি তথ্যের বিষয়ে স্বামীর ক্ষেত্রে সব তথ্যই তাঁর অজ্ঞাত বলে জানিয়েছেন অগ্নিমিত্রা।
১৭১৭
১৯৯৪ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক হন অগ্নিমিত্রা। চলতি নির্বাচনে তাঁর মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূলের সায়নী ঘোষ সংযুক্ত মোর্চা প্রার্থী সিপিএম-এর প্রশান্ত ঘোষ।