Advertisement
১৫ জানুয়ারি ২০২৫
West Bengal Assembly Election 2021

Bengal Polls :প্রচারে তোপ: বাংলায় দূরদৃষ্টিসম্পন্ন সরকার চাই, দিদির ১০ বছরের সরকারে কোনও পরিকল্পনা নেই : মোদী

উলুবেড়িয়ার জনসভায় নরেন্দ্র মোদী।

উলুবেড়িয়ার জনসভায় নরেন্দ্র মোদী।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২১ ১৬:২৩
Share: Save:

উলুবেড়িয়ায় দ্বিতীয় জনসভা শুরু করলেন নরেন্দ্র মোদী। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন ‘সিন্ডিকেটের সরকার’ বলে। জানালেন, দিদি সব কিছুতে শুধু বাধা দিতেই জানেন। শিল্পকে ধ্বংস করেছেন। ১০ বছর কোনও পরিকল্পনা ছাড়াই সরকার চালিয়েছেন মমতা। কিন্তু একবিংশ শতকের বাংলায়, ওই সরকার চলবে না। বাংলার দরকার এক দূরদৃষ্টিসম্পন্ন সরকার, যারা পরিকল্পনা করে বাংলার উন্নতির লক্ষ্যে কাজ করবে। জনসভায় বললেন মোদী।

আর কী বললেন মোদী? জেনে নিন সরাসরি—

৪.৩৩ : কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপি বাংলার রেল পরিবহণ ব্যবস্থা উন্নয়ণে নানা পদক্ষেপ করেছে। কারণ পরিবহণ উন্নত হলেই রাজ্যে শিল্প বাড়বে। শিল্প বাড়লে বাংলার উন্নতি হবে। এই জন্যই বাংলায় বিজেপির ডবল ইঞ্জিন সরকার দরকার : মোদী।

৪.২৯ : একটা কথা শোনা যাচ্ছে। দিদি নাকি আরও একটি কেন্দ্র প্রার্থী হওয়ার জন্য মনোনয়নের ফর্ম ভরছেন। দিদি, কথাটা সত্যি না কি? তবে তাতে লাভ হবে না প্রথমে নন্দীগ্রামে গিয়েছিলেন। সেখানকার মানুষ আপনাকে জবাব দিয়ে দিয়েছে। এবার অন্য কোথাও গেলেও একই জবাব পাবেন আপনি : মোদী

৪.২৮ : কিছুক্ষণ আগে নন্দী গ্রামে যা হল, তাতে স্পষ্ট দিদি হারছেন সেটা বুঝতে পেরেছেন : মোদী

৪.২৭ বাংলার লোক আপনাকে চিনে গিয়েছে। বাংলার মানুষ আপনার উপর ক্ষুব্ধ। বাংলার রায় থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। বাংলাই এই ভোটে আপনাকে শাস্তি দেবে, প্রথম দফার নির্বাচনের পর দিদি নিজেও ব্যাপারটা ভাল করেই বুঝে গিয়েছেন : মোদী

৪.২৬: দিদি গত দশবছরের পাই পাই হিসেব দিয়েছেন কি? দেননি। তার কারণ দেওযার মতো হিসেবই নেই তাদের কাছে। আমফানের তহবিলের টাকা কোথায় গেল? জানিয়েছেন কী? প্রশ্ন মোদীর।

৪.২৫: দিদি কখনও আমাকে বহিরাগত বলেন, কখনও পর্যটক বলেন, ওঁর রাগ দেখে কখনও কখনও আমি চিন্তায় পড়ে যাই। যে বাংলা ‘জয় হিন্দ’ স্লোগান দিয়েছিল, যে বাংলায় বন্দেমাতরম লেখা হয়েছিল, সেই বাংলার পবিত্র ভূমিতে দাঁড়িয়ে দিদির একি সংকীর্ণ ভাবনা চিন্তা! বললেন মোদী

৪.২৪ : ২ মে যত এগিয়ে আসছে তত দিদির পাগলামি বাড়ছে : মোদী

৪.২৩ : দিদি গরীবদের থেকে তাদের স্বাস্থ্য আর যুব সম্প্রদায়ের থেকে তাদের ভবিষ্যৎ ছিনিয়ে নিয়েছে : মোদী

৪.২২ : গত দশবছরে বাংলায় কী শিল্প হয়েছে জানেন? তোলাবাজি শিল্প, মাফিয়া শিল্প, চুরি শিল্প : মোদী

৪.২১ : এই পরিস্থিতিতে কি বাংলা বিদেশ হতে পারবে? বাংলার যুব সম্প্রদায়ের স্বপ্নপূরণ কী করে হবে? প্রশ্ন তুললেন মোদী।

৪.২০: দিদি ঠিক করেছেন সরকারি সুযোগ সুবিধা পেতে হলে কাটমানি দিতে হবে। এমনকি কারও শেষকৃত্য করতে হলেও কাটমানি দিতে হয় দিদির রাজ্যে : মোদী

৪.১৯: রাজ্য সরকারের কর্মচারীদের সমান বেতন পায় না : মোদী

৪.১৮: বাংলার যুব সম্প্রদায় চিন্তিত। গোটা দেশে যখন নতুন নতুন কাজের সুযোগ তৈরি হচ্ছে। বাংলায় প্রতিদিন কাজের অজস্র সুযোগ হারাচ্ছেন : মোদী

৪.১৭: দিদির একটাই লক্ষ্য সবেতে কাটমানি : মোদী।

৪.১৬: দিদি দেশবাসীর মধ্যে ভেদাভেদ বন্ধ করুন, বাংলার মানুষ আপনাকে সাজা দিয়েই ছাড়বে : মোদী

৪.১৫: দিদির সরকার মানে তোলাবাজির সরকার, সিন্ডিকেটের সরকার, মা-বোনেদের উপর অত্যাচারী সরকার : মোদী

৪.১৩: বহিরাগত বলে সংবিধানকে অপমান করেছেন দিদি : মোদী

৪.১২ : ‘‘দিদিকে এবার যেতেই হবে’’ জনসভায় বললেন মোদী।

৪.১০ : নন্দীগ্রামের মতো পবিত্র ভূমিতেও সংকীর্ন চিন্তা দিদির : মোদী

৪.১০: বাংলার শিক্ষক শিক্ষিকারা নিজেদের রক্ত দিয়ে চিঠি লিখতে বাধ্য হচ্ছে : মোদী

৪.১০: বাংলার জুট শিল্প এবং জরি শিল্পের অবস্থা এখন সবাই জানেন। বাংলা এতদিন যা অর্জন করেছে গত ১০ বছরে তার পুরোটাই খুইয়েছেন মমতা : মোদী

অন্য বিষয়গুলি:

West Bengal Assembly Election 2021
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy