ধর্নায় মইদুল। — নিজস্ব চিত্র।
ভোটগ্রহণ ঘিরে সকাল থেকই বিক্ষিপ্ত অশান্তির খবর উঠে আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। সেই তালিকায় এ বার ঢুকে পড়ল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং এবং মগরাহাটও। ক্যানিংয়ের শকুন্তলায় আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ)-এ কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। তবে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালু গাজি নামের ওই আইএসএফ কর্মী মঙ্গলবার সকালে চায়ের দোকানে যান। সেখানে তাঁকে ঘিরে ধরে দুষ্কৃতীরা। বেধড়ক মারধর করা হয় তাঁকে। ফাটিয়ে দেওয়া হয় মাথাও। স্থানীয়রাই তড়িঘড়ি পুলিশে খবর দেন। কালুকে উদ্ধার করে নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সেই থেকে থমথম করছে গোটা এলাকা। সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
রাজনৈতিক হিংসা যেমন ঘটে চলেছে, তেমনই ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের তালদি অঞ্চলের কুমড়োখালি এলাকায় ৬৭ নম্বর বুথে ভোটযন্ত্রে গরমিল ঘিরে হুলস্থুল শুরু হয়েছে। সেখানে ইভিএম বিভ্রাটের অভিযোগ সামনে এসেছে। এলাকাবাসীদের দাবি, সকালে ভোট শুরু হওয়ার খানিক ক্ষণ পরেই ভোটার সংখ্যার চেয়ে বেশি পরিমাণ ভোট পড়েছে বলে দোখানো হচ্ছে। তালদি ১২৩ নম্বর বুথেও ইভিএম বিভ্রাটের খবর এসেছে।
এ ছাড়াও, মগরাহাট পশ্চিম কেন্দ্রের ১৯০ এবং ১৯২ নম্বর বুথে সংযুক্ত মোর্চা সমর্থিত আইএসএফ প্রার্থী মইদুল ইসলাকে বুথে ঢুকতে না দেওয়ার অভিযোগ।তা নিয়ে তৃণমূল এজেন্টদের সঙ্গে বচসা বাধে। বুথের বাইরে ধর্নায় বসেন মইদুল। ক্যানিং পূর্বের দুর্গাপুরে ১২৭ নম্বর বুথে এসএফআই কর্মীদের এজেন্টদেরও বসতে বাধা দেওয়ার হচ্ছে বলে অভিযোগ। তা নিয়ে দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। ১২৭ নম্বর বুথে আবার আইএসএফ কর্মীদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে আইএসএফ। তা নিয়ে হাতাহাতির উপক্রম হওয়া মাত্রই ক্যুইক রেসপন্স টিম গিয়ে দু’পক্ষকে নিরস্ত করে।
ক্যানিংয়ের ঘুমরিতে ভোটারদের ভয় দেখাতে আইএসএফের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ করেছেন ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা। এখনও পর্যন্ত এই বিষয়ে আইএসএফের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy