WB election 2021: Kanchan Mallik and his wife owns property worth more than rupees one crore dgtl
West Bengal Assembly Election 2021
Bengal Polls: সস্ত্রীক ১ কোটির বেশি সম্পত্তি, ১৬ লাখের এসইউভি... হলফনামায় জানালেন কাঞ্চন
সব মিলিয়ে কাঞ্চনের অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩৮ লাখ ২১ হাজার ৩২৩ টাকা এবং স্থাবর সম্পত্তি রয়েছে ৫২ লাখ ৫০ হাজার টাকার।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২১ ১৯:০৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১১
উত্তরপাড়ার মুক্তকেশী কালীমন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচার শুরু করেছেন টলিউড অভিনেতা তথা তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিক। হুগলি জেলার উত্তরপাড়া কেন্দ্র থেকেই কাঞ্চনকে প্রার্থী করেছে তৃণমূল।
০২১১
নির্বাচন কমিশনে তাঁর জমা দেওয়া হলফনামা অনুযায়ী তাঁর হাতে নগদ ২৬ হাজার ৬৪২ টাকা এবং তাঁর স্ত্রীর হাতে রয়েছে ২ লাখ ১৯ হাজার ৮২৯ টাকা।
০৩১১
এইচডিএফসি ব্যাঙ্কে ২৫ হাজার ২৪৪ টাকা, এসবিআই-তে ৫ লাখ ১১ হাজার ৭৪০ টাকার স্থায়ী আমানত রয়েছে তাঁর।
০৪১১
এ ছাড়া এইচডিএফসি-র আরও তিনটি অ্যাকাউন্ট এবং এসবিআই-এর দু’টি আলাদা অ্যাকাউন্টে মোট ২ লাখ ৫৩ হাজার ১১৯ টাকা রয়েছে। অর্থাৎ তাঁর মোট ব্যাঙ্ক আমানত ৭ লাখ ৯০ হাজার ১০৫ টাকা এবং তাঁর স্ত্রীর ব্যাঙ্ক আমানত ৭ লাখ ২৯ হাজার ১৪২ টাকা।
০৫১১
মিউচুয়াল ফান্ডে কাঞ্চনের কোনও বিনিয়োগ নেই। তবে তাঁর স্ত্রীর ৪০ হাজার টাকার মিউচুয়াল ফান্ড রয়েছে। কাঞ্চনের একটি ৬ লাখ ৬১ হাজার ৩৪৮ টাকার জীবনবিমা রয়েছে।
০৬১১
২০১৫ সালে একটি টয়োটা ইনোভা গাড়ি কিনেছিলেন কাঞ্চন। যার দাম ১৬ লাখ ৭১ হাজার ১৭২ টাকা।
০৭১১
১৬ গ্রাম সোনার গয়না রয়েছে কাঞ্চনের। যার বাজার দর ৭৯ হাজার ৪৮০ টাকা। তাঁর স্ত্রীর কাছে রয়েছে ২৬ হাজার ৭৩১ টাকার সাড়ে ৫ গ্রাম সোনার গয়না।
০৮১১
এ ছাড়া সিইএসসি-র সিকিউরিটি ডিপোজিট, টিডিএস এবং মেট্রোপলিটন ক্লাবের সিকিউরিটি ডিপোজিট হিসাবে মোট ৪ লাখ ৬৭ হাজার ৭৭৬ টাকা রয়েছে।
০৯১১
নেতাজী নগরে কাঞ্চনের নামে একটি ১ হাজার ৫০ বর্গ ফুটের ফ্ল্যাট রয়েছে। ২০০৫ সালে ৯ লাখ ৬০ হাজার ৫৮৮ টাকা দিয়ে এটি কিনেছিলেন তিনি। ফ্ল্যাটটির বর্তমান বাজার মূল্য ৫২ লাখ ৫০ হাজার টাকা।
১০১১
এসবিআই-তে ১ লাখ ৬৯ হাজার ৬২১ টাকার গাড়ি ঋণ রয়েছে কাঞ্চনের। এ ছাড়া ১৭ হাজার ৩৩৫ টাকার অন্য একটি ঋণও রয়েছে।
১১১১
সব মিলিয়ে তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩৮ লাখ ২১ হাজার ৩২৩ টাকা এবং স্থাবর সম্পত্তি রয়েছে ৫২ লাখ ৫০ হাজার টাকার। তাঁর স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ১১ লাখ ৪৭ হাজার ৮৮২ টাকা। স্ত্রীর স্থাবর সম্পত্তির কোনও উল্লেখ নেই হলফনামায়।