Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Left-Congress Brigade Meeting in West Bengal

সেলিমের বক্তব্যেও ‘ভাইপো’, ‘শান্তিনিকেতন’, সম্পত্তি নিলামের হুঁশিয়ারি ব্রিগেডে

সমাবেশ মঞ্চে ছিলেন সীতারাম ইয়েচুরি, বিমান বসু, অধীর চৌধুরী, আবদুল মান্নান, আব্বাস সিদ্দিকি-সহ অনেকে।

ব্রিগেডের মঞ্চে বক্তৃতা মহম্মদ সেলিমের।

ব্রিগেডের মঞ্চে বক্তৃতা মহম্মদ সেলিমের। —নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২১ ১২:১৪
Share: Save:

রাজ্যের বিধানসভা ভোটকে নিশানা করে রবিবার এই প্রথম কংগ্রেসের হাত ধরে ব্রিগেডের ময়দানে বামেরা। আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-এর সঙ্গে জোটের জট এখনও কাটেনি। কিন্তু তা আপাতত সরিয়ে রেখেই বাম এবং কংগ্রেসের সঙ্গে ব্রিগেডের মঞ্চ ভাগ করে নিয়েছে আইএসএফ-ও। সমাবেশ মঞ্চে রয়েছেন সীতারাম ইয়েচুরি, বিমান বসু, অধীর চৌধুরী, আবদুল মান্নান, ডি রাজা, ভূপেশ বাঘেল-সহ অনেকেই। পৌঁছেছেন আব্বাস সিদ্দিকিও। আব্বাস পৌঁছতেই বক্তৃতা থামিয়ে তাঁকে স্বাগত জানান সূর্যকান্ত মিশ্র।

বেলা ৩.৩৪

বক্তৃতা শুরু দেবলীনা হেমব্রমের

• ঝড় উঠেছে, সেই ঝড়কে আমাদের ধরে রাখতে হবে

• সব সম্প্রদায়ে দু’টো ভাইরাস বাসা বেঁধেছে। তাদের মারতে গেলে ভ্যাকসিন প্রয়োজন নেই। আমরাই যথেষ্ট। বললেন দেবলীনা

• বিজেপি বলছে সোনার বাংলা গড়বে। কিন্তু তৃণমূল থেকে বিজেপি আর বিজেপি থেকে তৃণমূল হচ্ছে। কটাক্ষ দেবলীনার

• তৃণমূলকে ইঁদুরের সঙ্গে তুলনা দেবলীনার

• ভোটে জিতলে ওরা কাটমানি খাবে বলে আক্রমণ দেবলীনার

• বিজেপি ধর্মের নামে বিভাজনের চেষ্টা করছে, তোপ দেবলীনার

• একজোট হয়ে লড়াইয়ের বার্তা দেবলীনার

• বিজেপির ‘ভোজন রাজনীতি’ নিয়ে তোপ দেবলীনার

• পদ্মফুল জলে ভাল, কিন্তু এলাকায় ফুটতে দেওয়া যাবে না, শপথ নিন। বার্তা দেবলীনার

• বিজেপি-তৃণমূলকে রুখবই, বার্তা দেবলীনার

বেলা ৩.১০

বক্তৃতা শুরু মহম্মদ সেলিমের

• কেউ কেউ বলল, খেলা হবে। আর মোদিজী স্টেডিয়ামই দখল করে নিলেন। বসন্ত এসে গিয়েছে। লালরঙা ফুল ফোটা কেউ আটকাতে পারবে না। ঝরা পাতার দিন শেষ। কচি পাতা উঁকি দিচ্ছে। মইদুলকে খুন করে পার পাবে না। তোপ সেলিমের

• যে বলেছিল লাল ঝান্ডা থাকবে না, সে তৃণমূলের ঝান্ডাকে ন্যাকড়া করে অমিত শাহের জুতো পালিশ করছে, তোপ সেলিমের

• এক দশক ধরে দিদি-মোদীর খেলা চলছে। এ বার ওদের মাঠ থেকে নকআউট করতে হবে। বার্তা সেলিমের

• এক দিকে দলবদলের লড়াই, আর এক দিলে চলছে দিনবদলের লড়াই। খোঁচা সেলিমের

• কাকের বাসায় কোকিলের ডিম ফুটে আবার ফিরে যাচ্ছে, দলবদল নিয়ে কটাক্ষ সেলিমের

• যে চিটফান্ডের টাকা লুঠ করেছিল সে মোদীর কাছে গিয়ে বলছে চিটফান্ড কাণ্ডের অপরাধীদের শাস্তি দেব, খোঁচা সেলিমের

• আক্রান্ত মানুষের পাশে আমরা দাঁড়িয়েছিলাম। দাবি সেলিম

• মইদুলের বোন মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করে না, টেট পাশ ছেলেরাও মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করে না। দাবি সেলিমের

• কর্মহীন, অন্নহীন বাংলা তৈরি হয়েছে। যে দিন থেকে তৃণমূল ক্ষমতায় এসেছে সে দিন থেকে বিভাজনের রাজনীতি হয়েছে। অভিযোগ সেলিমের

• সিঙ্ঘু, টিকরির কৃষকরাও হকের লড়াই করছেন, দাবি সেলিমের

• ব্রিগে়ডে কিছুটা নমুনা দেখলেন আপনারা। লকডাউনের পর ট্রেন চলাচল স্বাভাবিক করতে পারেনি, আবার বলছে সোনার বাংলা গড়বে। কটাক্ষ সেলিমের

• কৃষকসভা এক সময় বলেছিল, লাঙল যার, জমি তার। আর আজ মোদি-শাহ বলছেন কালো টাকা যার, জমি তার। পায়ের তলায় মাটি পেলে মানুষ মাথা তুলে দাঁড়াতে চায়। দাবি সেলিমের

• নীল-সাদা রঙ করলেই উন্নযন হয় না, মমতাকে তোপ সেলিমের

• রাজ্যে দিদির লুঠ, কেন্দ্রে মোদীর লুঠ, ওরা তোলাবাজি, কাটমানি বন্ধ করার জন্য বিজেপিতে যায়নি। তোপ সেলিমের

• লুটেরাদের বিরুদ্ধে লড়তে গেলে একসঙ্গে লড়তে হবে, তেমনই তাদের বিরুদ্ধে লড়তে গেলেও এক হতে হবে। আহ্বান সেলিমের।

• সারদায় টাকা ফেরত হয়নি। বরং যারা লুঠ করেছিল তারা ঝপাং করে বিজেপিতে গিয়েছে। তোপ সেলিমের

• আমরা ক্ষমতায় এলে যারা লুঠ করেছে তাদের বাড়ি, সে ‘শান্তিনিকেতন’ হলেও নিলাম করব। সমস্ত শূন্যপদ পূরণ করব। নিয়মিত এসএসসি হবে, মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হবে। প্রতিশ্রুতি সেলিমের
• শুধু ব্রিগেডে লড়াই নয়, বুথে লড়াইটা নিয়ে যেতে হবে, কর্মীদের বার্তা সেলিমের

• বুথ থেকে ভূত তাড়াব, তাপ আরও বাড়াতে হবে, হুঁশিয়ারি সেলিমের

• আমরা এমন তাপ বাড়াব যে তৃণমূল গলে জল হয়ে গেলেও বিজেপি বাষ্প হয়ে যাবে।

দুপুর ২.৫৮

বক্তৃতা শুরু ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের

• বাংলায় আসা কোনও তীর্থক্ষেত্রের থেকে কম নয়, বললেন বাঘেল

• প্রধানমন্ত্রী নেতাজির জন্মদিনে ‘পরাক্রম দিবস’ পালন করছেন। ওঁকে বলব, আপনি ইতিহাস উল্টে দেখুন, যখন নেতাজি সুভাষচন্দ্র বসু আইএনএ তৈরি করছিলেন, তখন সাভারকর, শ্যামাপ্রসাদ ইংরেজদের হয়ে কাজ করছিলেন। আপনি কখনই নেতাজির উত্তরাধিকারী হতে পারেন না। তীব্র আক্রমণ ভূপেশের

• গোটা দেশ জুড়ে ঘৃণার চাষ করছে বিজেপি, তোপ বাঘেলের

• মোদীজি বলেছিলেন, দেশ বিক্রি হতে দেব না। কিন্তু আজ রেলস্টেশন, বিমানবন্দর বিক্রি হচ্ছে। বলেন কংগ্রেস কিছুই করেনি, তা হলে এই রেলস্টেশন, বিমানবন্দর কারা করল? প্রশ্ন বাঘেলের।

• উনি গুজরাত মডেলের কথা বলেন। আমরা নেতাজির নামে পুলিশ অ্যাকাডেমি গড়েছি। উনি নিজের নামে স্টেডিয়াম করেছেন। তোপ ভূপেশের

• দেশের মধ্যে সবচেয়ে বেশি দামে ধান কেনে ছত্তীসগঢ়, দাবি ভূপেশের

• দিদি-মোদী দু’জনেই বিভাজনের রাজনীতি করেন। এক জনের থেকে দেশ আর এক জনের থেকে বাংলাকে বাঁচাতে হবে। বললেন ভূপেশ

বেলা ২.৪৬

বক্তৃতা শুরু ডি রাজার

• এই সমাবেশ বোঝাচ্ছে বাংলার মানুষের মনোবল, বললেন রাজা

• দেশের সামনে এখন অনেক চ্যালেঞ্জ, দাবি রাজার

• মোদী-শাহ সংবিধান মানছেন না, অভিযোগ রাজার

• মহাত্মা গাঁধী বেঁচে থাকলে বলতেন সবাইকে নয়, শুধু মোদী, শাহ এবং মোহন ভাগবতকেই সুমতি দিন, কটাক্ষ রাজার

• বিজেপি এবং তার সহযোগীদের হারানোর জন্য আহ্বান রাজার

• মোদী, নাড্ডা, শাহ বার বার বাংলায় বা তামিলনাড়ুতে গিয়ে সেখানকার ভাষা, সংস্কৃতি নিয়ে বলছেন। কারণ সেখানকার মানুষ বিজেপির হার লিখছেন। দাবি রাজার

• দেশেক কৃষকরা সম্পদ তৈরি করেন, কিন্তু মোদী বলেন, অম্বানী, আদানিরা সম্পদ তৈরি করেন। তোপ রাজার

• মোদী কার প্রধানসেবক? উনি কৃষক, মজুর, মুসলিম, দলিতদের প্রধানসেবক নয়। তোপ রাজার

• তৃণমূলকে সরাতে হবে, তারা পুরোপুরি ব্যর্থ। দাবি রাজার

• বাংলা বাঁচাতে জোটকে জেতান, আহ্বান রাজার

বেলা ২.৩০

বক্তৃতা শুরু সীতারাম ইয়েচুরির

• ব্রিগেডের সমাবেশ বোঝাচ্ছে, বাংলায় পরিবর্তন আনবে এই সংযুক্ত মোর্চা, দাবি সীতারামের

• দিল্লিতে কৃষক আন্দোলন চলছে, অনেকে শহিদ হয়েছেন, কিন্তু মোদীর ভ্রূক্ষেপ নেই। অভিযোগ সীতারামের

• মোদী সরকার না সরলে এই আন্দোলন চলবে, সেই সময়েই এই সংযুক্ত মোর্চার জন্ম, দাবি সীতারামের

• ভোটের সময় অর্থসাহায্য কেন? এই সময়েই ঘোষণা কেন? ঘুষ দিচ্ছ? প্রশ্ন সীতারামের

• বিজেপিকে কারা এত অর্থসাহায্য করছে জানা নেই, অভিযোগ সীতারামের

• রাজ্যে সারদা, নারদা হয়েছে। বিজেপি ও তৃণমূল একই। অভিযোগ সীতারামের

• মোদীর নামে স্টোডিয়াম নিয়ে কটাক্ষ. সীতারামের

• দেশ জুড়ে বেকারত্ব, কেন্দ্র প্রতিশ্রুতি রাখতে পারেনি। অভিযোগ সীতারামের

• বিজেপি হিন্দু-মুসলমানের রাজনীতি করে, অভিযোগ সীতারামের

• বিজেপি হিন্দু-মুসলমানের মধ্যে বিভাজন করছে, আমাদের লুঠপাটের সরকার বা জাতপাতের সরকার দরকার নেই। আমাদের দরকার জনহিতের সরকার। বললেন সীতারাম

• ত্রিশঙ্কু হলে কী করবেন? আমাকে এক জন জিজ্ঞাসা করলেন। আমি বললাম, আপনাদের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন। উনিই তো বিজেপির সঙ্গে সমঝোতা করেন। কারণ এটাই ওঁর চরিত্র। ত্রিশঙ্কু হলে উনি বিজেপির সঙ্গে সমঝোতা করবেন। দাবি সীতারামের

দুপুর ২.১৬

বক্তৃতা শুরু অব্বাস সিদ্দিকির

• ব্রিগেড সমাবেশস্থল জুড়ে সমর্থকদের গর্জন

• জনসমুদ্রে আসা প্রতিটি ক্ষুধার্ত, লাঞ্ছিত, বঞ্জিত মানুষকে ভালবাসা

• বামেরা আমাদের দাবি মেনে নিয়েছে, দাবি আব্বাসের

• আগামী দিন বিজেপি সরকার এবং তার বি-টিম মমতা সরকারকে বাংলা থেকে উৎখাত করব, আব্বাস

• নারীদের অধিকার হরণ করেছেন মমতা, অভিযোগ আব্বাসের

• ২০২১-এ আমরা মমতাকে শূন্য পাইয়ে দেখিয়ে দেব, দাবি আব্বাসের

• বিজেপির কালো হাতকে ভেঙে দেশ খেকে উৎখাত করবে হবে, দাবি আব্বাসের

• আসম সমঝোতা আরও ১ সপ্তাহ আগে হলে আরও লোক জড়ো করতে পারতাম, দাবি আব্বাসের

• দিদিমণির হাতে আর ক্ষমতা নেই। এখন ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে, বললেন আব্বাস

• পিছিয়ে পড়া মানুষদের অধিকার বুঝে নিতে হবে, বন্ধুত্বের হাত মেলানো দরকার হলে তাদের হলেও আব্বাস সিদ্দিকি লড়াই করবে। দাবি আব্বাসের।

• বাংলার মুখ্যমন্ত্রীর ঘুম হারাম হয়ে গিয়েছে, তোপ আব্বাসের

• আমরা ভারতীয়, আমরা গর্বিত, ভিক্ষা নয়, অধিকার চাই, সমাবেশ মঞ্চে স্লোগান তুললেন আব্বাস

দুপুর ২টো

বক্তৃতা শুরু অধীর চৌধুরীর

• এত বড় সভায় বক্তৃতার সুযোগ আমার জীবনে এই প্রথম, বললেন অধীর

• যারা আগামী নির্বাচনকে বোঝাতে চাইছে তৃণমূল এবং বিজেপির লড়াই, তাদের মিথ্যা প্রমাণ করে দিয়েছে এই সমাবেশ, দাবি অধীরের

• আগামী দিনে তৃণমূল, বিজেপি থাকবে না, সংযুক্ত মোর্চা থাকবে, বললেন অধীর

• ইয়ে স্রেফ ঝাঁকি হ্যায়, সরকার বদলনা বাকি হ্যায়, দাবি অধীরের

• এ বাংলায় সাম্প্রদায়িক বিজেপির আগ্রাসন রুখতে হবে, তৃণমূলের অপশাসনকেও রুখতে হবে, বার্তা অধীরের

• তৃণমূল নেত্রী মমতা দেখে যান মোর্চার ক্ষমতা, দাবি অধীরের

• বাংলাকে হতাশা, নিরাশা গ্রাস করেছে, অভিযোগ অধীরের

• গণতান্ত্রিক পথে ক্ষমতায় এসে এঁরা গণতন্ত্রের গলা টিপে ধরছেন, দিল্লিতে মোদী বলেন, বিরোধী শূন্য চাই, এখানে দিদিও তাই বলেন, অভিযোগ অধীরের

• সাম্প্রদায়িক ভারতবর্ষ গড়ার চেষ্টা হচ্ছে, বাংলার মানুষ সাবধান থাকবেন। এখন পেট্রোলের দাম দেখুন।

• বিরাট কোহালি এবং নরেন্দ্র মোদী দু’জনেই সেঞ্চুরি করছেন, খোঁচা অধীরের

• আর বাংলার মুখ্যমন্ত্রী বলছেন, রাজ্যে ১ টাকা তেলের দাম কমালাম, উনি মনে করলে, ১৫ টাকা কমাতে পারতেন। ছত্তীসগঢ়ে তেলের দাম অনেক কমানো হয়েছে। ভ্যাট কমান, তেলের দাম রাতারাতি কমে যাবে। কেন্দ্র-রাজ্য কর কমালে তেলের দাম অনেক নেমে যাবে। বাস্তবে তেলের দাম লিটার প্রতি ৩২ থেকে ৩৩ টাকা। দাবি অধীরের

• মুখ্যমন্ত্রী লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের ট্রেনে করে রাজ্যে ফেরাতে টালবাহানা করেছেন, ‘করোনা এক্সপ্রেস’ নাম দিয়েছেন। এই অপমান পরিযায়ী শ্রমিকরা ভুলবে না। দাবি অধীরের

• মুখ্যমন্ত্রী মইদুল মিদ্যার মৃত্যুতে এক বারও দুঃখ প্রকাশ করেননি, দাবি অধীরের

• বাংলায় রাজ্যের কৃষক উপযুক্ত মূল্য পান না বলে অভিযোগ অধীরের

• সংযুক্ত মোর্চার পক্ষে সওয়াল অধীরের

• সাহস রাখতে হবে, হিম্মত রাখতে হবে, বার্তা অধীরের

দুপুর ১.৪৯

আরএসপি নেতা মনোজ ভট্টাচার্যের বক্তৃতা শুরু

• খুব শুনছি ‘খেলা হবে’। সমাবেশ প্রমাণ করছে খেলা-মেলা বন্ধ হয়ে যাবে।

• উত্তরবঙ্গে অন্তত ১০টি চা বাগান বন্ধ, মুখ্যমন্ত্রী ভুলেও তাকান না, অভিযোগ মনোজের

• অবিলম্বে বন্ধ থাকা চা বাগান খউলতে হবে, দাবি মনোজের

• কেন্দ্র ও রাজ্যে ফ্যাসিবাদী কায়দায় সরকার চলছে, অভিযোগ মনোজের

• এরা মানুষকে ঐক্যবদ্ধ হতে দিচ্ছে না, বিভাজনের খেলা চালাচ্ছে, দাবি মনোজের

• মইদুল মিদ্যা লড়াই করতে গিয়ে মারা গিয়েছেন, বললেন মনোজ

• ওরা জীবন ধ্বংস করতে চাইছে, আমরা জীবন গড়তে চাইছি, বললেন মনোজ

• কৃষি আন্দোলনে কৃষকরা জয়লাভ করবেন নিশ্চিত, দাবি মনোজের

• দেশ জুড়ে ধর্ম এবং ভাষার নামে অসহিষ্ণুতা চলথে, দাবি মনোজের

• বাংলা স্বৈরতান্ত্রিক, পুঁজিবাদী, কর্পোরেট শাসন চায় না, দাবি মনোজের

• মানুষ গণতন্ত্র রক্ষার জন্য লড়াই চালাচ্ছেন, বললেন মনোজ

• মোদী-মমতা বিরোধীদের কণ্ঠরোধ করছেন, অভিযোগ মনোজের

• দেশে বহু বিরোধী কণ্ঠস্বরকে জেলে আটকে রেখেছে ফ্যাসিবাদী সরকার, অভিযোগ মনোজের

• দেশের জল, জঙ্গল, জমি বিক্রি করে দেওয়া হহচ্ছে বলে অভিযোগ মনোজের

• এই ঐতিহাসিক সমাবেশের পর থেমে গেলে চলবে না। এর পর লড়াই চালিয়ে যেতে হবে, বললেন মনোজ

• সচেতন ভাবে লড়াই করতে হবে, বার্তা মনোজের

• রাজ্যে বিকল্প সরকারের পক্ষে সওয়াল মনোজের

দুপুর ১.৩৪

বক্তৃতা শুরু সূর্যকান্ত মিশ্রের

• এই ব্রিগেড সমাবেশ যাতে প্রচার না পায় তার চেষ্টা হতে পারে

•আমাদের মানুষের কাছে যেতে হবে

• তৃণমূল এবং বিজেপির মধ্যে তরজা গান চলছে, তোপ সূর্যের

• কিন্তু ওই তরজা গান উপর থেকে লিখে দেওয়া হয়েছে, দাবি সূর্যের

• এ সব তরজা চালিয়ে মানুষকে শোষণ চালানো হচ্ছে, বললেন সূর্য

• আমাদের কাজ চাই, সব শূন্যপদে ১ বছরের মধ্যে নিয়োগ চাই, দাবি সূর্যের

• মানুষের খাদ্যের নিরাপত্তা চাই, দাবি সূর্যের

• আমাদের কথা সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে হবে, বললেন সূর্য

• আমাদের কথা নয়, মানুষের সঙ্গে কথা হবে, বার্তা ছড়াবে, জানতে হবে কী চান তাঁরা, বললেন সূর্য

• মানুষ কিছু বললে তা মাথা পেতে নিতে হবে, বললেন সূর্য

• মুখ্যমন্ত্রী এমন করেছেন পুরো দলটাই বিজেপি হয়ে গিয়েছে, খোঁচা সূর্যকান্তের

• মানুষ ঠিক করবে কী হবে, তেমন একটা সরকার চাই, দাবি সূর্যের

• জোট নয়, শেষ কথা বলবে মানুষের ঐক্য, দাবি সূর্যের

• মানুষকে এই লড়াইতে পাশে পেতেই হবে, বিকল্পের জন্য সংগ্রাম চাই, বার্তা সূর্যকান্তের


দুপুর ১.২৫

• বক্তৃতা শুরু ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায়ের

• বিজেপিকে ‘ভারতীয় ঝঞ্ঝাটিয়া পার্টি’ বলে কটাক্ষ নরেনের

• তৃণমূলকে ‘স্বৈরাচারী’ বলে তোপ দাগলেন নরেন

• গ্রামে গ্রামে সাম্প্রদায়িকতা বিরোধী ফৌজ গড়ার আহ্বান ফরওয়ার্ড ব্লক নেতার

• দিল্লির সরকার মাটির তলার জল থেকে মহাকাশ সবকিছু বিক্রি করছে, এই অধিকার মোদি এবং শাহের নেই। বাংলায় ওদের জায়গা নেই। বললেন ফরওয়ার্ড ব্লক নেতা

• রাষ্ট্র সাম্প্রদায়িকতার প্রশ্নে, গণতন্ত্র হত্যা করার প্রশ্নে এগোলে আমরা মোদি, শাহ বা মমতার মুখের দিকে তাকিয়ে থাকব না, তোপ নরেনের


দুপুর ১টা ১৫

• বক্তৃতা শুরু বিমান বসুর

• সমাবেশ শুরুর ঘোষণা

• এই সমাবেশের পর এক দিকে থাকবে বিজেপি-তৃণমূল। অন্য দিকে থাকব আমরা সবাই, বললেন বিমান

• যাঁরা বলেন বামেদের দূরবিন দিয়ে দেখতে হয়, তাঁরা আজকের সমাবেশের খবর নিন, বললেন বিমান

• ব্রিগেডের সমাবেশে ঐতিহাসিক ভিড় বলে দাবি বিমানের

• মঞ্চ এবং ময়দানে জমায়েতে জমাট ব্রিগেড, ভিড় দেখে যেতে ডাক বিমানের

ভোটের আগে ব্রিগেডের সমাবেশ। সেখান থেকেই স্থির হবে দলের রণকৌশল। সেখান থেকেই বার্তা দেওয়া হবে গ্রামবাংলা থেকে সমাবেশে আসা দলীয় কর্মী এবং সমর্থকদের। কিন্তু সেই সমাবেশেই হাজির থাকতে পারছেন না প্রবীণ সিপিএম নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এ নিয়ে আক্ষেপ এবং যন্ত্রণার কথা জানিয়ে শুক্রবার রাতেই বার্তা দিয়েছেন তিনি। ২০১১ সালে রাজ্যে পালাবদলের পরেও, বাম কর্মী, সমর্থকদের কাছে বুদ্ধদেব ভট্টাচার্যের উপস্থিতি গুরুত্ব অপরিসীম। ফেসবুকে তাঁর বার্তা, ‘এ রকম একটা বৃহৎ সমাবেশে যেতে না পারার মানসিক যন্ত্রণা বোঝানো যাবে না। মাঠে ময়দানে কমরেডরা লড়াই করছেন, আর শারীরিক অসুস্থতার কারণে ডাক্তারজের পরামর্শ মেনে চলছি আমি। মাঠে-ময়দানে মিটিং চলছে, আর আমি গৃহবন্দি, যা কোনদিন কল্পনাও করতে পারিনি। সমাবেশের সাফল্য কামনা করছি’।

কংগ্রেস ছাড়াও, রবিবার ব্রিগেডের মঞ্চে চমক হয়ে উঠতে চলেছে আইএসএফ। যদিও তাদের সঙ্গে জোটের জট এখনও কাটেনি। কিন্তু বাম এবং কংগ্রেস দু’পক্ষই আশাবাদী, খুব দ্রুতই জোটের জট কাটিয়ে ওঠা যাবে। ২০১১ সালে রাজ্যে পালাবদলের পর থেকেই ধারাবাহিক ভাবে ভোট কমেছে বামেদের। উল্টো দিকে শক্তি বাড়িয়েছে বিজেপি। গত লোকসভা ভোটেও সেই একই প্রবণতা দেখা গিয়েছে। বামেদের ভোট শতাংশ নেমে এসেছে এক অঙ্কে। এমন একটি কঠিন সময়ে ক্ষয়রোগে আক্রান্ত সংগঠনকে চাঙ্গা করে তোলার জন্য কী বার্তা দেওয়া হয়, তা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে।

সমাবেশ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান।

সমাবেশ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান। নিজস্ব চিত্র

ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ব্রিগেডের সমাবেশের উদ্দেশে জমায়েত করতে শুরু করেছেন বাম, কংগ্রেস এবং আইএসএফ কর্মী, সমর্থকরা। রবিবার সমাবেশ মঞ্চে উপস্থিত হন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। মঞ্চ থেকে তিনি বলেন, ‘‘আমাকে ১০ সেকেন্ড সময় দেওয়া হয়েছে। এর মধ্যেই বলি, এখানে জমায়েত করা প্রতিটি ভোট যেন ঠিক জায়গাতেই পড়ে।’’

অন্য বিষয়গুলি:

West Bengal Assembly Election 2021 Left-Congress Brigade Meeting in West Bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy