ব্যাগ ভর্তি তাজা বোমা রামনগরে। —নিজস্ব চিত্র।
ভোটের ২৪ ঘণ্টাও বাকি নেই। তার আগেই পূর্ব মেদিনীপুরের রামনগর বিধানসভা কেন্দ্রের ১৪২ নং বুথের সামনে থেকে ৪টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। বুধবার সকালে রামনগরের শঙ্করপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশের মাঠে একটি নাইলনের ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মন্দারমনি কোস্টাল থানার পুলিশ। ওই ব্যাগের মধ্যে থেকে ৪টি তাজা বোমা উদ্ধার করা হয়। সেগুলি বালি-খড় দিয়ে ঢাকা অবস্থায় ছিল।
এর পরেই গোটা এলাকা ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বম্ব ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয়। রামনগর বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী তাপস সিংহ জানান, ভোটের আগে এলাকায় আতঙ্ক ছড়াতেই রামনগরের বিভিন্ন জায়গায় বোমা মজুত করে রেখেছে শাসক দল। যাতে ভোটাররা বুথমুখী না হন, সে কারণেই এলাকায় চাপা সন্ত্রাস ছড়ানো হচ্ছে বলেও তাঁর অভিযোগ। তাঁর কথায়, ‘‘বিভিন্ন এলাকা থেকে দুষ্কৃতীদের নিয়ে এসে ভোট করানোর চেষ্টা করছে তৃণমূল। আর সে কারণেই বেশ কয়েক দিন ধরে রামনগরে বহিরাগতদের আনাগোনা বেড়ে গিয়েছে।’’ বহু বাড়িতে তৃণমূলের দুষ্কৃতীরা এসে আস্তানা গেড়েছে বলে দাবি করে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন তাপসবাবু।
রামনগরের বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী অখিল গিরি গোটা ঘটনার কথা অস্বীকার করে সব অভিযোগই ভিত্তিহীন বলে জানান।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy