আসাদউদ্দিন ওয়াইসি।
রাজ্যের প্রথম দফার ভোটগ্রহণের দিনেই বাংলার ভোটে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করলেন আসাদউদ্দিন ওয়াইসি। শনিবার দুপুরে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি-র এস এন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তিনি জনসভা করেন। সেখানেই তিনি ঘোষণা করেন, মোট ১৩টি বিধানসভা আসনে প্রার্থী দেবে মিম। দুটি আসনে প্রার্থীর নাম সভামঞ্চ থেকেই ঘোষণা করে দেন মিম প্রধান। বাকি ১১টি আসনে প্রার্থীদের নাম আগামী সপ্তাহের মধ্যে ঘোষণা হবে বলেই জানান তিনি। হায়দরাবাদ কেন্দ্রীক দল আসাউদ্দিন ওয়েসির দল সর্ব ভারতীয় মজলিসে-ই-ইত্তেহাদুল । মুর্শিদাবাদ জেলায় ১৩টি আসনে লড়াই করার অঙ্গীকার নিয়েছে মিম। যদিও এখন মাত্র দুটি আসনে লড়াই করার কথা ঘোষণা মিমের। আগামী এক সপ্তাহে আরো বাকি আসনে লড়াই করার জন্য ঘোষণা করবে মিম।
প্রসঙ্গত, গত বছর বিহার নির্বাচনে সাফল্যের পরেই মিম প্রধান ঘোষণা করে দেন বাংলার ভোটে প্রার্থী দেবে তাঁর দল। সেই মতো প্রস্তুতিও শুরু হয়। ৩ জানুয়ারি ফুরফুরা শরিফে এসে আব্বাস সিদ্দিকীর সঙ্গে জোটের কথা চূড়ান্ত করে যান ওয়াইসি। কিন্তু মিমের সঙ্গে জোট শিঁকেয় তুলে আব্বাস নতুন দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গড়ে জোটের আলোচনা শুরু করেন বামফ্রন্ট ও কংগ্রেসের সঙ্গে। শেষমেষ জোট চূড়ান্ত হয়ে বাম-কংগ্রেস-আইএসএফ বিধানসভা ভোটে লড়াই করছে। এমতাবস্থায় গত ২৬ ফেব্রুয়ারি কলকাতার মেটিয়াব্রুজে সভা করার কথা ঘোষণা করেন ওয়াইসি। কিন্তু কলকাতা পুলিশ অনুমতি না দিলে সভা বাতিল হয়ে যায়। সঙ্গে ওয়াইসি জানান দেন, শুধু কলকাতায় সভাই নয়, বেশকিছু আসনে প্রার্থী দেবেন তাঁরা।
কিন্তু সেই ঘোষণার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রাজ্য নেতাদের প্রার্থী দেওয়া নিয়ে কোনও সিদ্ধান্ত জানাতে পারেনি মিম নেতৃত্ব। তাই দলের বাংলার বেশকিছু নেতা মিম ছেড়ে বেরিয়ে যান। সূত্রের খবর, বাংলার সংগঠন ভেঙে পড়তে দেখে সিদ্ধান্ত বদল করে সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করে মিম। শনিবার সাগরদিগি থেকে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করলেন ওয়াইসি। সঙ্গে জানালেন প্রার্থীদের হয়ে প্রচারেও অংশগ্রহণ করবেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy