গ্রাফিক: শৌভিক দেবনাথ
রাজ্যে প্রথম দফার ভোটে বিপুল অংশগ্রহণ মানুষের। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সারা রাজ্যে ভোট পড়েছে ৭৯.৭৯ শতাংশ। একই দিনে ভোট হচ্ছে অসমে, সেখানে একই সময়ে ভোট পড়েছে ৭২.১৪ শতাংশ। ভোটদানের হিসাব ইঙ্গিত দিচ্ছে নির্বাচনে সাধারণ মানুষ উৎসাহের সঙ্গে অংশ নিয়েছেন।
বাঁকুড়া জেলায় বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৮০.০৩ শতাংশ। ঝাড়গ্রাম জেলায় ভোট পড়েছে ৮০.৫৫ শতাংশ। পশ্চিম মেদিনীপুরে ভোট পড়েছে ৮০.১৬ শতাংশ। পূর্ব মেদিনীপুরে ৮২.৪২ শতাংশ। পুরুলিয়ায় ভোট পড়েছে ৭৭.১৩ শতাংশ।
কেন্দ্র হিসাবে সর্বোচ্চ ভোট পড়েছে বাঁকুড়ার শালতোড়া বিধানসভা কেন্দ্রে। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সেখানে ভোট পড়েছে ৮৫.২৫ শতাংশ। ৮৪.৪৩ শতাংশ ভোট পড়েছে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে। কাঁথি দক্ষিণে ৮৩.৭৬ শতাংশ এবং কাঁথি উত্তরে ৮৩.১২ শতাংশ ভোট পড়েছে। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর কেন্দ্রে ভোট পড়েছে ৮২.৭০ শতাংশ। তৃণমূলের তারকা প্রার্থী জুন মালিয়া লড়াই করছেন মেদিনীপুর কেন্দ্র থেকে। সেখানে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৮১.১৪ শতাংশ। যে পটাশপুর বিধানসভা এলাকায় একাধিক সংঘর্ষের খবর এসেছে শুক্রবার থেকে, সেই কেন্দ্রেও ভোটারদের মধ্যে উৎসাহ দেখা গিয়েছে। ভোট পড়েছে ৮১.৩০ শতাংশ।
সকাল থেকে কেশিয়াড়ি বিধানসভা কেন্দ্র বারবার খবরে এসেছে। সেই কেশিয়াড়িতেও বিকেল সাড়ে ৫টাপর্যন্ত ভোটের হার ৭১.৬৩ শতাংশ। শালবনি কেন্দ্রে সকালেই অশান্তি ছড়ায় সংযুক্ত মোর্চার প্রার্থী সুশান্ত ঘোষকে কেন্দ্র করে। সেখানে বিক্ষোভের মুখে পড়েন তিনি। পাল্টা অভিযোগ আসে, তৃণমূল হামলা চালিয়েছে। সেই কেন্দ্রে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৮২.০০ শতাংশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy