Advertisement
১৬ জানুয়ারি ২০২৫
West Bengal Assembly Election 2021

WB election 2021 : সাতসকালে গৌতমের বাড়িতে হাজির শঙ্কর

সকালে প্রচারে বেরিয়ে কলেজপাড়ায় বিদায়ী পর্যটনমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়েন শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর। তখন বাড়ির নীচতলায় ড্রয়িংরুমে বসে সংবাদপত্র পড়ছিলেন গৌতম।

সৌজন্য: মুখোমুখি গৌতম ও শঙ্কর। রবিবার।

সৌজন্য: মুখোমুখি গৌতম ও শঙ্কর। রবিবার। নিজস্ব চিত্র।

শুভঙ্কর পাল
শেষ আপডেট: ২২ মার্চ ২০২১ ০৭:৫৩
Share: Save:

সবটাই কি ‘সৌজন্য’? কিছুই কি ‘রাজনীতি’ নেই? রবিবার সকালে রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা তৃণমূলের প্রার্থী গৌতম দেবের ড্রয়িংরুমে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের হঠাৎ ঢুকে আড্ডার ছবি দেখে এইসব প্রশ্ন উঠতেই পারে। তবে এসবে কান দিতে নারাজ ওই দু’জনের কেউই। আড্ডায় বসে ওঁরা চা খেলেন। একজনের স্বাস্থ্যের খোঁজ নিলেন অন্যজন। তিনি আবার নবীনকে দিলেন উপহার।

এ দিন সকালে প্রচারে বেরিয়ে কলেজপাড়ায় বিদায়ী পর্যটনমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়েন শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর। তখন বাড়ির নীচতলায় ড্রয়িংরুমে বসে সংবাদপত্র পড়ছিলেন গৌতম। প্রার্থীকে দেখে বসালেন সামনে। মিনিট দশেক কথাও হল দু’জনের মধ্যে। কিন্তু চর্চায় রাজনীতির কোনও কথা ছিল না। এর পর বাড়ি থেকে বেরিয়ে অন্য তৃণমূল নেতাদের সঙ্গে হাত মেলান শঙ্কর।

এ দিন সকাল ৭টা নাগাদ ১৭ নম্বর ওয়ার্ডে প্রচারে বের হন বিজেপি প্রার্থী শঙ্কর। ওই ওয়ার্ডেই শিলিগুড়ি কলেজের পাশের গলিতে মন্ত্রী গৌতমের বাড়ি। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে সেখানে হাজির হয়ে যান শঙ্কর। বাইরে কয়েকজনকে দাঁড় করিয়ে রেখে এর পর স্থানীয় এক নেতার সঙ্গে সোজা গৌতমের ড্রয়িংরুমে ঢুকে পড়েন তিনি। সেই সময় সোফায় বসে সংবাদপত্র পড়ছিলেন গৌতম। পাশে জোড়াফুল প্রতীকের চায়ের কাপটি রাখা ছিল। মন্ত্রীর মুখোমুখি বসে কিছুক্ষণ কথা বলেন শঙ্কর। তাঁর স্বাস্থ্যের খোঁজ নেওয়ার পাশাপাশি গানেরও প্রশংসা করেন। আর প্রশংসা শুনেই মন্ত্রী নিজের গানের অ্যালবামের একটি ক্যাসেট ধরিয়ে দেন শঙ্করের হাতে।

যদিও সাক্ষাৎ নিয়ে পরে কিছু বলতে চাননি গৌতম। শঙ্করের কথা, “ভোট চাইতে সেখানে যাইনি। ওই পাড়ায় প্রচার করছিলাম। তাই গৌতম দেবের বাড়ি এড়িয়ে যাওয়া উচিত বলে মনে করিনি। সেজন্য সেখানে যাওয়া। রাজনীতির কোনও কথা হয়নি। তিনি কেমন আছেন, কী ভাবে নিজেকে সুস্থ রাখছেন সেসব নিয়ে কথা হয়েছে।”

এ দিন সকাল থেকে বামফ্রন্টের প্রার্থী অশোক ভট্টাচার্যও চমকদার প্রচার করেছেন। প্রথমে বিধান মার্কেটে প্রচারে গিয়ে বাজারে আনাজ-মাছ কেনেন। সেখান থেকে বাড়ি ফিরে গাড়ি ছেড়ে টোটোয় বেরিয়ে পড়েন প্রচারের জন্য।

অন্য বিষয়গুলি:

BJP TMC West Bengal Assembly Election 2021 Goutam Deb
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy