রেল বাজেট পেশ করে রেলমন্ত্রী মহিলাদের নিরাপত্তায় বিশেষ জোর দেওয়ার কথা ঘোষণা করেছেন বৃহস্পতিবারই। আর ওই দিন রাতেই ছোট স্টেশনগুলির নিরাপত্তা যে কার্যত ঠুনকো তা প্রায় হাতেনাতে প্রমাণ হয়ে গেল।
ঘটনাস্থল দক্ষিণপূর্ব রেলের মৌরিগ্রাম স্টেশন। রাতের শেষ ট্রেন চলে যাওয়ায় স্টেশনের প্ল্যাটফর্মকে নিরাপদ আশ্রয় ভেবে ভোরের ট্রেনের অপেক্ষায় থেকে গিয়েছিলেন এক যুবক ও তাঁর তরুণী স্ত্রী। তাঁদের ভুল অবশ্য ভেঙেছিল কিছুক্ষণ পরই। সম্পূর্ণ অরক্ষিত ওই স্টেশন থেকে তিন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁদের জোর করে তুলে নিয়ে গিয়েছিল স্টেশন থেকে কিছুটা দুরে ঝোপঝাড়ের মধ্যে।
অভিযোগ, এরপর ওই যুবকের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তাঁর সামনেই স্ত্রীর উপর পাশবিক অত্যাচার চালায় তিন দুষ্কৃতী।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা নাগাদ এই গণধর্ষণের ঘটনা ঘটার পর অবশ্য নড়েচড়ে বসে রেল পুলিশ। সকালেই ঘটনাস্থলে চলে আসেন রেল পুলিশের পদস্থ কর্তারা। ধর্ষণের অভিযোগে তারা বাগ নামে এক যুবককে গ্রেফতার করা হয়। রেল পুলিশ জানায়, ধৃত ব্যক্তি স্থানীয় বাসিন্দা। বাকি দুই দুষ্কৃতীর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তদন্তকারীদের দাবি, খুব শীঘ্রই বাকিরাও ধরা পড়ে যাবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy