Advertisement
০৫ নভেম্বর ২০২৪

স্টিফেন হাউসে উদ্ধার প্রৌঢ়ের দেহ

অস্বাভাবিক মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার সকালে হেয়ার স্ট্রিট থানা এলাকার স্টিফেন হাউসের পাঁচ তলার একটি অফিস থেকে ওই দেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বিশ্বনাথ নাথ (৫৩)। তাঁর বাড়ি বেহালার নেতাজি সুভাষ রোডে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৪ ১৬:৩৭
Share: Save:

অস্বাভাবিক মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার সকালে হেয়ার স্ট্রিট থানা এলাকার স্টিফেন হাউসের পাঁচ তলার একটি অফিস থেকে ওই দেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বিশ্বনাথ নাথ (৫৩)। তাঁর বাড়ি বেহালার নেতাজি সুভাষ রোডে। মৃতদেহের পাশে পড়ে থাকা একটি মোবাইল উদ্ধার করে পুলিশ। সেটি থেকে পুলিশ বিশ্বনাথবাবুর পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা এসে দেহ শনাক্ত করেন।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বছরখানেক ধরে ওই অফিসে দুপুর নাগাদ এসে সন্ধ্যার মধ্যে বেরিয়ে যেতেন বিশ্বনাথবাবু। কী কাজ করতেন তিনি, তা তাঁর পরিবারের লোকেরাও বলতে পারেননি।

এ দিন সকালে ওই বাড়ির লিফটম্যান গঙ্গাসাগর রায় দেখেন, অফিসের দরজা খোলা রয়েছে। মেঝেতে পড়ে রয়েছেন বিশ্বনাথবাবু। এর পরই তিনি পুলিশকে খবর দেন। প্রাথমিক ভাবে মৃতদেহে কোনও আঘাতের চিহ্ন নেই বলে জানিয়েছে পুলিশ। দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে।

অন্য বিষয়গুলি:

stephen house hare street police station
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE