উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ। ছবি: দীপঙ্কর মজুমদার।
পুরসভার ডাম্পারের ধাক্কায় এক গৃহবধূর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার টিকিয়াপাড়া। রবিবার সকালের ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন সকালে মন্নু রজক (৩১) নামে ওই গৃহবধূ তাঁর মায়ের সঙ্গে ইস্ট-ওয়েস্ট বাইপাস দিয়ে রিক্সায় করে হাওড়া ময়দানে আসছিলেন পুজোর কেনাকাটা করতে। সেই সময় উল্টো দিক থেকে পুরসভার একটি ডাম্পার এসে রিক্সাটিকে ধাক্কা মারলে ওই গৃহবধূ ছিটকে রাস্তায় পড়ে যান। তখনই ডাম্পারের পিছনের চাকাটি তাঁকে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মন্নুদেবীর। এই ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা ডাম্পারটিকে তাড়া করেন। কিন্তু ধরতে ব্যর্থ হন। তার পরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। দেহটিকে ঘিরে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। উত্তেজিত জনতা ৫-৬টি গাড়িতে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী ও র্যাফ পৌঁছয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকেন উত্তেজিত জনতা। তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশকেও ব্যাপক লাঠিচার্জ করতে হয়। প্রায় পনেরো মিনিট ধরে জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ চলে। এই ঘটনায় বেশ কয়েক জন পথচারী ও পাঁচ জন পুলিশকর্মী আহত হন। পরে ঘটনাস্থলে পুলিশের পদস্থ আধিকারিকরা ছুটে যান। এ দিনের দুর্ঘটনার জেরে ইস্ট-ওয়েস্ট বাইপাসে প্রায় দু’তিন ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy