কৃষ্ণগঞ্জে জয়ের পর তৃণমূল প্রার্থী সত্যজিত্ বিশ্বাস। ছবি: সুদীপ ভট্টাচার্য।
উপনির্বাচনে দু’টি আসনই নিজেদের দখলে রাখল তৃণমূল। কৃষ্ণগঞ্জে বিজেপিকে প্রায় ৩৭ হাজারে এবং বনগাঁয় সিপিএম প্রার্থীকে দু’লাখেরও বেশি ভোটে হারিয়ে দু’টি আসনই ফের নিজেদের ঘরে তুলল তারা। সোমবার দুপুরে চূড়ান্ত ফল প্রকাশের পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা-মাটি-মানুষকে এই জয়ের জন্য ধন্যবাদ জানিয়েছেন। আর সম্প্রতি কোণঠাসা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় বলেন, “এই জয় প্রত্যাশিত ছিল।”
সকালে গণনা শুরু হওয়ার পর থেকেই তৃণমূল প্রার্থীরা দু’জায়গাতেই বিরোধীদের অনেকটা পেছনে ফেলে দৌড় শুরু করেছিলেন। দুপুর গড়ানোর আগেই ফল নিশ্চিত হয়ে যায়। যদিও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফল ঘোষণা অবধি অপেক্ষা করেননি। তার অনেক আগেই তিনি টুইটারে সকলকে ধন্যবাদ জানান। তাঁর বার্তা: “এই বিপুল জয়ের জন্য মা-মাটি-মানুষকে ধন্যবাদ। তাঁরা আবার আমাদের প্রতি ভালবাসা এবং আস্থা দেখিয়েছেন। তাঁদের জন্যই আমরা কাজ করে যাব। বনগাঁ লোকসভা এবং কৃষ্ণগঞ্জ বিধানসভা এলাকার মানুষদের ধন্যবাদ জানাচ্ছি। উপনির্বাচনে যেখানে ভোটের হার কম হয়, সেখানে তাঁরা বিপুল সংখ্যায় ভোট দিতে এসেছিলেন।” দু’টি কেন্দ্রই তাদের দখলে থাকবে এ ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল তৃণমূল। কিন্তু এমন বিপুল জয় তাদের ঘরে আসবে, তা ছিল অপ্রত্যাশিত। যে কারণে ফলাফল ঘোষণার পরে স্বয়ং তৃণমূল নেত্রীর মন্তব্য, ‘মিরাকল রেজাল্ট’।
এরই পাশাপাশি শান্তিপূর্ণ ভাবে ভোট করানোর জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন মমতা। এ দিন বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে মমতাবালা ঠাকুরের জয়ের পর দলনেত্রী বলেন, “লোকসভায় আমাদের ৩৪ জন সাংসদ। রাজ্যসভাতেও আছেন অনেকে। কিন্তু ভোটে জেতা সদস্যদের মধ্যে মহিলা ৩৫.২ শতাংশ। যা ৩৩ শতাংশের থেকে বেশি। মানুষ করে দিয়েছেন। ভারতীয় সংসদের গর্ব করার দিন।”
নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রে ১৫ রাউন্ড গণনার শেষে তৃণমূল প্রার্থী সত্যজিৎ বিশ্বাস তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি-র মানবেন্দ্র রায়কে ৩৭ হাজার ৩৩ ভোটে পরাজিত করে জয়ী হয়েছেন। সত্যজিৎবাবু পেয়েছেন ৯৫ হাজার ৪৬৯টি ভোট। বিজেপি পেয়েছে ৫৮ হাজার ৪৩৬টি ভোট। সিপিএম প্রার্থী পেয়েছেন ৩৭ হাজার ৬২০টি ভোট এবং ৪৮১৭টি ভোট পেয়েছে কংগ্রেস। জয়ের পর তৃণমূল প্রার্থী সত্যজিৎ বিশ্বাস বলেন, “অপপ্রচার চলছে। তার জবাব দিয়েছে মা-মাটি-মানুষ।” ২০১১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জিতেছিলেন তৃণমূলের সুশীল বিশ্বাস।
অন্য দিকে, বনগাঁ লোকসভা কেন্দ্রে তৃণমূলের মমতাবালা সিপিএমের দেবেশ দাসকে ২ লাখ ১১ হাজার ৭৮৫ ভোটে পরাজিত করেছেন। মমতাদেবী পেয়েছেন ৫ লাখ ৩৯ হাজার ৯৯৯টি ভোট। দেবেশ পেয়েছেন ৩ লাখ ২৮ হাজার ২১৪টি ভোট। বিজেপি-র সুব্রত ঠাকুর পেয়েছেন ৩ লাখ ১৪ হাজার ১২৬টি ভোট। এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী কুন্তল মণ্ডল পেয়েছেন ২৯ হাজার ১৪৯টি ভোট। গত মে মাসের নির্বাচনে এই কেন্দ্র থেকে জিতেছিলেন তৃণমূল প্রার্থী তথা মমতাবালার স্বামী এবং সুব্রত ঠাকুরের জ্যাঠা কপিলকৃষ্ণ ঠাকুর। জয়ের পর মমতাবালা বলেন, “এই জয় মতুয়া ভক্তদের জয়। মমতার প্রতি মানুষের যে আস্থা আছে, সেটা আবার প্রমাণিত হল।”
বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহ বলেন, “দলের অগ্রগতি অব্যাহত। আসলে পশ্চিমবঙ্গে আমরাই যে প্রধান বিরোধী দল এই নির্বাচনে সেটাই প্রমাণ হল। সব দলের ভোট যেখানে কমেছে, বিজেপি-র ভোট সেখানে বাড়ছে।”
কৃষ্ণগঞ্জ বিধানসভা
সত্যজিত্ বিশ্বাস জয়ী মানবেন্দ্র রায় দ্বিতীয় অপূর্ব বিশ্বাস তৃতীয় নিত্যগোপাল মণ্ডল চতুর্থ
প্রাপ্ত ভোট ৯৫ হাজার ৩৯৭ প্রাপ্ত ভোট ৫৮ হাজার ৩৯৮ প্রাপ্ত ভোট ৩৭ হাজার ৬৬৪ প্রাপ্ত ভোট ৪ হাজার ৮১৭
গত বার জয়ী হয়েছিলেন তৃণমূলের সুশীল বিশ্বাস
কৃষ্ণগঞ্জ বিধানসভা
তৃণমূল+
বাম
বিজেপি
কংগ্রেস
২০১১
*৯৬,৫৫০
(৫২.১৬%)
৭৫,৬১৬
(৪০.৮৬%)
৫,৭১৮
(৩.০৯%)
—
২০১৪
৯৭,৭৭৪
(৪৯.০৩%)
৬১,০৬৪
(৩০.৬২%)
২৯,০১২
(১৪.৫৫%)
৬,৭৬০
(৩.৩৯%)
২০১৫
৯৫,৪৬৯
(৪৭.৮১%)
৩৭,৬২০
(১৮.৮৪%)
৫৮,৪৩৬
(২৯.২৭%)
৪,৮১৭
(২.৪১%)
* কংগ্রেস ও তৃণমূলের জোট ছিল
বনগাঁ লোকসভা
মমতাবালা ঠাকুর জয়ী দেবেশ দাস দ্বিতীয় সুব্রত ঠাকুর তৃতীয় কুন্তল মণ্ডল চতুর্থ
প্রাপ্ত ভোট ৫ লাখ ৩৯ হাজার ৯৯৯ প্রাপ্ত ভোট ৩ লাখ ২৮ হাজার ২১৪ প্রাপ্ত ভোট ৩ লাখ ১৪ হাজার ১২৬ প্রাপ্ত ভোট ২৯ হাজার ১৪৯
গত বার জয়ী হয়েছিলেন তৃণমূলের কপিলকৃষ্ণ ঠাকুর
বনগাঁ লোকসভা
তৃণমূল
বাম
বিজেপি
কংগ্রেস
২০১৪
৫,৫১,২১৩ (৪৩.২৭%)
৪,০৪,৬১২ (৩১.৭৬%)
২,৪৪,৭৮৩ (১৯.২১%)
৪৩,৮৬৬ (৩.৪৪%)
২০১৫
৫,৩৯,৯৯৯ (৪৩.৬৮%)
৩,২৮,২১৪ (২৬.৫৪%)
৩,১৪,১২৬ (২৫.৪১%)
২৯,১৪৯ (২.৩৫%)
নির্মাল্য প্রামাণিক ও সুদীপ ভট্টাচার্যের ক্যামেরায় আরও ছবি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy