এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অজি উইকেটরক্ষক ব্র্যাড হ্যাডিন। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড রবিবার এক বিবৃতিতে তাঁর অবসরের কথা ঘোষণা করে। তিনটে বিশ্বকাপ খেলা ৩৭ বর্ষীয় হ্যাডিন এ দিন বলেন, “এটাই অবসরের উপযুক্ত সময়।” এ দিন বোর্ডের তরফে হ্যাডিনকে অভিনন্দন জানান সিইও জেমস সাদারল্যান্ড। তিনি বলেন, “এক জন উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসাবে দলে হ্যাডিনের পারপরম্যান্স ছিল যথেষ্ট ভাল। তাঁর প্রতি শুভকামনা রইল।”
১২৬টি ওয়ানডে খেলেছেন হ্যাডিন। ২০০১-এ হোবার্টে জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ানডে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। গত মার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মেলবোর্নে বিশ্বকাপ জিতে ওয়ানডের কেরিয়ার শেষ হল তাঁর। ওয়ানডে আন্তর্জাতিকে তিনি মোট ১৭০টি ক্যাচ নিয়েছেন তিনি। স্টাম্পিং ও বল দস্তানাবন্দির নিরিখে অ্যাডাম গিলক্রিস্ট ও ইয়ান হিলির পরই তাঁর নাম উঠে আসে। উইকেটের পিছনে দাঁড়িয়ে তিনি যেমন সফল, বাইশ গজে ব্যাট হাতেও তাঁর পারফরম্যান্স ছিল নজর কাড়ার মতো। তিনি ৩১.৫৩ গড়ে তিন হাজারের উপর রান করেছেন। তাঁর সর্বোচ্চ রান ১১০।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy