শর্মিলা ইরম চানুকে আগামী ২৮ মে হাজিরার নির্দেশ দিল দিল্লির এক আদালত। তাঁর বিরুদ্ধে ২০০৬ সালে আত্মহত্যার চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আকাশ জৈন জানান, সেই মামলার ভিত্তিতেই এই নয়া নির্দেশ জারি করা হল।
নিজের রাজ্যে বিতর্কিত আফস্পা আইন প্রত্যাহারের দাবিতে গত বারো বছর ধরে অনশন করছেন মণিপুরের চানু। গত ৩০ জানুয়ারি ওই মামলায় আদালতে হাজিরা দিতে ব্যর্থ হন তিনি। আত্মহত্যার চেষ্টার অভিযোগকে নস্যাত্ করে চানু নিজেকে নির্দোষ বলে দাবি করেন। গত বছরের ৪ মার্চ ভারতীয় দণ্ডবিধির ৩০৯ ধারা অনুসারে আদালত ৪০ বছরের শর্মিলা চানুর বিরুদ্ধে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগে মামলা শুরু করে। সে সময় জামিন পেলেও দোষী সাব্যস্ত হলে চানুর এক বছর পর্যন্ত জেল হতে পারে। ‘লৌহমানবী’ বলে পরিচিত অনশনরত চানুকে ২০০০ সাল থেকেই নাকে নলের সাহায্যে খাবার দেওয়া হচ্ছে। আদালতে তিনি বলেছেন, তাঁর প্রতিবাদ অহিংস। চানুর আইনজীবী আদালতকে জানান, চানু ইতিমধ্যেই এক বছরের জন্য বিচারবিভাগীয় হেফাজতে কাটিয়েছেন। যা আইপিসি-র ৩০৯ ধারা অনুযায়ী এই অভিযোগের সর্বোচ্চ শাস্তি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy