Advertisement
০৫ নভেম্বর ২০২৪

তাঁর নামে ভুয়ো ই-মেল অ্যাকাউন্ট, অভিযোগ হৃতিকের

তাঁর নামে ভুয়ো ই-মেল অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেই ভুয়ো ই-মেলের মাধ্যমে তাঁর ফ্যান এবং ইন্ডাস্ট্রির সহকর্মীদের প্রতারিত করা হচ্ছে। মুম্বইয়ের পুলিশ কমিশনার রাকেশ মারিয়ার কাছে এমনই অভিযোগ করলেন অভিনেতা হৃতিক রোশন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৪ ১৮:৫৯
Share: Save:

তাঁর নামে ভুয়ো ই-মেল অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেই ভুয়ো ই-মেলের মাধ্যমে তাঁর ফ্যান এবং ইন্ডাস্ট্রির সহকর্মীদের প্রতারিত করা হচ্ছে। মুম্বইয়ের পুলিশ কমিশনার রাকেশ মারিয়ার কাছে এমনই অভিযোগ করলেন অভিনেতা হৃতিক রোশন। দোষীদের অবিলম্বে গ্রেফতার করে ভুয়ো অ্যাকাউন্টটি ব্লক করে দিতে কমিশনারকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন হৃতিকের আইনজীবী দীপেশ মেহতা।

রাকেশকে লেখা অভিযোগপত্রে হৃতিক জানিয়েছেন, সম্প্রতি তাঁর নামে একটি ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেই অ্যাকাউন্টের মাধ্যমে তাঁর ফ্যানেদের সঙ্গে যোগাযোগও রাখা হচ্ছে বলেও দাবি জানান ওই অভিনেতা। চিঠিতে হৃতিক জানিয়েছেন, বহু বছর ধরেই ফ্যানেদের ভালবাসায় তিনি অভিভূত। তাঁর দাবি, সকলেরই ‘সুপারস্টার’-কে ঘিরে নানা প্রত্যাশা থাকে। তাঁকে একটু খুশি করতে প্রত্যেকেই পাগল। কেউ কবিতা লিখে পাঠায়, কেউ বা পাঠায় প্রেমপত্র। কেউ বা আরও এক ধাপ এগিয়ে সরাসরি বিবাহের প্রস্তাবও দিয়ে বসে। স্বপ্ন না পূরণ হলে অনেকেই জীবন নাশের হুমকিও দেয় বলে জানিয়েছেন হৃতিক। তিনি আরও জানান, সম্প্রতি এক কিশোরী তাঁকে অনেকগুলি ছবি এবং ফিল্মের কিছু ক্লিপ ওই নতুন অ্যাকাউন্টে পাঠায়। তাঁর বহু সহকর্মী এবং ফ্যানও এই নতুন ই-মেল অ্যাকাউন্টটির ব্যাপারে তাঁকে জানান। এর পরই কিশোরীর নিরাপত্তা এবং নিজের সম্মানের কথা ভেবে তিনি পুলিশের কাছে অভিযোগ নথিভুক্ত করেন। পুলিশ কমিশনার রাকেশ বলেন, “তদন্ত শুরু হয়েছে। দোষীকে খোঁজার চেষ্টা চলছে।”

অন্য বিষয়গুলি:

hrithik roshan complains fake email account
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE