Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
West Bengal National University of Juridical Sciences

রাজ্যের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেসে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ

বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে। প্রার্থীদের চুক্তির ভিত্তিতেই সমস্ত পদে নিয়োগ করা হবে।

ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস।

ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস। সংগৃহীত ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২২ ১৮:২১
Share: Save:

ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস (এনইউজেএস)-এ শিক্ষক ও অশিক্ষক পদে কর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে। প্রার্থীদের চুক্তির ভিত্তিতেই সমস্ত পদে নিয়োগ করা হবে। আগ্রহীরা এই পদগুলিতে আবেদন জানানোর ফর্ম ও নিয়োগের সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তিতে যে তথ্যগুলি জানানো হয়েছে, সেগুলি হল:

পদ ও শূন্য আসনের সংখ্যা:

শিক্ষার সঙ্গে সম্পর্কিত পদগুলি হল:

১. শিক্ষক সহকারী (টিচিং অ্যাসিস্ট্যান্ট)(ভাষাতত্ত্ব বিভাগে)-১টি

২. পোস্ট ডক্টরাল ফেলো (আইন ও সমাজবিজ্ঞান বিভাগে)-২টি

৩. রিসার্চ অ্যাসোসিয়েট (আইন/সমাজবিজ্ঞান বিভাগে)-১টি

৪. রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (আইন/সমাজবিজ্ঞান বিভাগে)-১টি

অশিক্ষক কর্মীর পদগুলি হল:

১. উপাচার্যের সহ-সচিব-১টি

২. হোস্টেল ম্যানেজার-১টি

৩. অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট-২টি

৪. টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-সিভিল(আংশিক সময়ের জন্য)-১টি

বয়ঃসীমা:

১. শিক্ষক সহকারী (টিচিং অ্যাসিস্ট্যান্ট)(ভাষাতত্ত্ব বিভাগে)-সর্বোচ্চ ৩৫ বছর

২. পোস্ট ডক্টরাল ফেলো (আইন ও সমাজবিজ্ঞান বিভাগে)-সর্বোচ্চ ৪০বছর

৩. রিসার্চ অ্যাসোসিয়েট (আইন/সমাজবিজ্ঞান বিভাগে)-সর্বোচ্চ ৩০বছর

৪. রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (আইন/সমাজবিজ্ঞান বিভাগে)-সর্বোচ্চ ৩০বছর

৫. উপাচার্যের সহ-সচিব-সর্বোচ্চ ৩৫ বছর

৬. হোস্টেল ম্যানেজার-সর্বোচ্চ ৩৫ বছর

৭. অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট-সর্বোচ্চ ৩৫ বছর

৮. টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-সিভিল-সর্বোচ্চ ৪০বছর

বেতন কাঠামো:

১. শিক্ষক সহকারী (টিচিং অ্যাসিস্ট্যান্ট)(ভাষাতত্ত্ব বিভাগে)-মাসিক ৫০,০০০ টাকা

২. পোস্ট ডক্টরাল ফেলো (আইন ও সমাজবিজ্ঞান বিভাগে)-মাসিক ৫০,০০০ টাকা ও বাড়িভাড়া বাবদ ভাতা

৩. রিসার্চ অ্যাসোসিয়েট (আইন/সমাজবিজ্ঞান বিভাগে)-মাসিক ৪০,০০০ টাকা

৪. রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (আইন/সমাজবিজ্ঞান বিভাগে)-মাসিক ২৫,০০০ টাকা

৫. উপাচার্যের সহ-সচিব-মাসিক ৪৪,৯০০ টাকা

৬. হোস্টেল ম্যানেজার-মাসিক ৩৫,৪০০ টাকা

৭. অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট-মাসিক ২৫,০০০ টাকা

৮. টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-সিভিল-মাসিক ২৫,০০০ টাকা

চাকরির মেয়াদ: সমস্ত পদেই প্রার্থীদের চুক্তির ভিত্তিতে প্রাথমিক ভাবে ১ বছরের জন্য নিয়োগ করা হবে। তবে পরবর্তী কালে প্রার্থীদের কাজের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়তেও পারে।

আবেদন প্রক্রিয়া: আবেদন জানানোর জন্য প্রার্থীদের আবেদনপত্রটি পূরণ করে আবেদনমূল্য-সহ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে মেল বা ডাক মারফত পাঠাতে হবে অথবা সশরীরে তাঁর অফিসে গিয়ে সব কিছু জমা দিতে হবে। আবেদনপত্র পাঠানোর জন্য রেজিস্ট্রারের মেল আইডিটি হল-registrar@nujs.edu এবং বিশ্ববিদ্যালয়ের ঠিকানাটি হল-১২ এলবি ব্লক, ডঃ আম্বেদকর ভবন, সেক্টর-৩,সল্টলেক, কলকাতা-৭০০১০৬। আগামী ২০ জানুয়ারী, ২০২৩ বিকেল ৫টার মধ্যে প্রার্থীদের আবেদনপত্রটি সংশ্লিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনমূল্য: আবেদন জানানোর জন্য জেনারেল ক্যাটেগরিভুক্ত প্রার্থীদের ১০০০ টাকা এবং এসসি/এসটি/পিডব্লিউডি ক্যাটেগরিভুক্ত প্রার্থীদের ৫০০ টাকা জমা দিতে হবে।সমস্ত পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতামান ও নিয়োগ সম্পর্কিত অন্যান্য তথ্য জানতে প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট-https://www.nujs.edu/-এ যেতে হবে।

অন্য বিষয়গুলি:

West Bengal National University of Juridical Sciences NUJS Recruitment Non Teaching Staffs Teaching Staffs Jobs Employment job opportunities Application notification West Bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy