Advertisement
০৬ নভেম্বর ২০২৪
WB HS Vocational Result 2024

উচ্চ মাধ্যমিকের বৃত্তিমূলক পরীক্ষার ফল প্রকাশ, জারি একাদশে ভর্তির বিজ্ঞপ্তিও

যে সমস্ত বিষয়ে ভর্তির সুযোগ মিলবে, সেগুলি হল— ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এগ্রিকালচার, হোম সায়েন্স, বিজ়নেস অ্যান্ড কমার্স এবং হেলথ কেয়ার।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ মে ২০২৪ ১৭:২৫
Share: Save:

ঙ্গলবার প্রাজ্যের বিভিন্ন বিষয়ের উপর বৃত্তিমূলক পরীক্ষার ফল প্রকাশ করল ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট (ডব্লিউবিএসসিটিভিইএসডি)। যাঁরা এ বছর উচ্চ মাধ্যমিক স্তরে ভোকেশনাল বা বৃত্তিমূলক পরীক্ষা দিয়েছেন, তাঁরা নিজেদের মার্কশিট দেখতে পারবেন কাউন্সিলের ওয়েবসাইট থেকে। একই সঙ্গে যাঁরা একাদশে বিভিন্ন বৃত্তিমূলক বিষয় পড়তে চান, তাঁদের জন্য ভর্তির বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে কাউন্সিলের তরফে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কাউন্সিল অধীনস্থ প্রতিষ্ঠানগুলিতে আগামী ৯ মে থেকে উচ্চ মাধ্যমিক স্তরের ভোকেশনাল বিষয়গুলির ভর্তি প্রক্রিয়া শুরু হবে। যে সমস্ত বিষয়ে ভর্তির সুযোগ মিলবে, সেগুলি হল— ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এগ্রিকালচার, হোম সায়েন্স, বিজ়নেস অ্যান্ড কমার্স এবং হেলথ কেয়ার। বর্তমানে ভর্তি প্রক্রিয়ার সমস্ত শর্তাবলি মেনেই পড়ুয়াদের কোর্সগুলিতে ভর্তি নেওয়া হবে।

এর জন্য আগ্রহীরা কাউন্সিলে গিয়ে অথবা sctvesd.wb.gov.in-এর পোর্টালে গিয়ে ভর্তির আবেদন জানাতে পারবেন। আগামী ২০ মে থেকে বিভিন্ন বিষয়ের ক্লাস শুরু হবে কাউন্সিল অধীনস্থ প্রতিষ্ঠানগুলিতে।

প্রসঙ্গত, মঙ্গলবার প্রকাশিত রেজ়াল্ট দেখতে পরীক্ষার্থীদের প্রথমে কাউন্সিলের ওয়েবসাইট sctvesd.wb.gov.in-এ যেতে হবে। ওয়েবসাইটে গিয়ে ‘হোমপেজ’-এ দেওয়া রেজ়াল্টের লিঙ্কে ক্লিক করে নিজেদের লগ-ইন আইডি দিলেই স্ক্রিনে নিজেদের ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।

এ ছাড়াও, www.wbresults.nic.in ওয়েবসাইট, এসএমএস এবং ‘WBSCTVESD Results 2024’ মোবাইল অ্যাপের মাধ্যমেও ফলাফল দেখা যাবে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE