প্রতীকী চিত্র।
হাতে আর এক ঘণ্টা। এর পরেই চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা। বুধবার, দুপুর ১টায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে এ বছরের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে তা ঘোষণা করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এ বার পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় ফল প্রকাশ করা হচ্ছে। পরীক্ষার্থীরা দুপুর ৩টে থেকে নির্ধারিত ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে তাঁদের রেজ়াল্ট দেখতে পারবেন।
ফলাফল কী ভাবে দেখবেন?
১) পরীক্ষার্থীদের প্রথমে https://wbresults.nic.in/ ওয়েবসাইটে যেতে হবে।
২) এর পর ‘হোমপেজ’-এ দেওয়া ‘রেজ়াল্ট’-এর লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) এর পর নিজেদের রোল নম্বর-সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিলেই স্ক্রিনে রেজ়াল্ট দেখা যাবে।
৪) ভবিষ্যতের জন্য পরীক্ষার্থীরা এর পর রেজ়াল্ট ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে নিজেদের কাছে রাখতে পারেন।
নির্ধারিত ওয়েবসাইট ছাড়াও 'WBCHSE Results’ অ্যাপের মাধ্যমেও নিজেদের ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।
প্রসঙ্গত, চলতি বছরে গত ১৬ ফেব্রুয়ারি শুরু হয় উচ্চ মাধ্যমিক। শেষ হয় ২৯ ফেব্রুয়ারি। এ বছরের উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭,৯০,০০০। মোট পরীক্ষাকেন্দ্র ছিল ২,৩৪১টি।
এ বছর ফল ঘোষণা করা হলেও বুধবারই হাতে মার্কশিট এবং শংসাপত্র পাবেন না পরীক্ষার্থীরা। সংসদের ৫৫টি বিতরণ কেন্দ্রে আগামী ১০ মে সকাল ১০টা থেকে মার্কশিট এবং শংসাপত্র স্কুলগুলির হাতে তুলে দেওয়া হবে। ওই দিনই স্কুলগুলি থেকে পরীক্ষার্থীদের মধ্যেও সেই মার্কশিট এবং শংসাপত্র বিতরণ করা হবে। এ বছর মার্কশিটে নম্বরের পাশাপাশি পার্সেন্টাইলও থাকবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy