Advertisement
২৬ ডিসেম্বর ২০২৪
WBJEE JELET Counselling 2024

রাজ্য জয়েন্টের ল্যাটারাল এন্ট্রির কাউন্সেলিংয়ের দিনক্ষণ প্রকাশ, বিজ্ঞপ্তি বোর্ডের

চলতি বছরে জুন মাসে জিলেট-এর আয়োজন করা হয়।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৪ ১৭:২৪
Share: Save:

রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সরকারি কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি/ ফার্মাসির ব্যাচেলর্স কোর্সের দ্বিতীয় বছরে ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স ফর ল্যাটারাল এন্ট্রি টেস্ট (জিলেট)-এর আয়োজন করে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন বোর্ড (ডব্লিউবিজেইইবি)। চলতি বছরে জুন মাসে জিলেট-এর আয়োজন করা হয়। এ বার পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কাউন্সেলিংয়ের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। সেই জন্য কাউন্সেলিংয়ের দিনক্ষণ ঘোষণা করল ডব্লিউবিজেইইবি।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষায় উত্তীর্ণরা চলতি বছরের জিলেট-এর কাউন্সেলিংয়ের জন্য রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশনের জন্য বরাদ্দ অর্থ (৫০০ টাকা) জমা, নিজেদের পছন্দ বাছাই (চয়েস ফিলিং), চয়েস লকিং করতে পারবেন ৩ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত। এর পর প্রথম রাউন্ডের আসন বণ্টন (সিট অ্যালটমেন্ট)-এর ফলাফল ঘোষণা করা হবে ৮ অক্টোবর। এর পর আসন গ্রহণ (সিট অ্যাক্সেপ্টেন্স)-এর জন্য বরাদ্দ মূল্য (৫০০০ টাকা) জমা দেওয়া এবং নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে নথি যাচাই এবং ভর্তির জন্য উপস্থিত হতে হবে ৮-১৫ অক্টোবরের মধ্যে।

এর পর দ্বিতীয় রাউন্ডের আসন বণ্টন (সিট অ্যালটমেন্ট)-এর ফলাফল ঘোষণা করা হবে ১৭ অক্টোবর। এই রাউন্ডের ক্ষেত্রে আসন গ্রহণ (সিট অ্যাক্সেপ্টেন্স)-এর জন্য বরাদ্দ মূল্য জমা দেওয়া এবং নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে নথি যাচাই এবং ভর্তির জন্য পড়ুয়াদের উপস্থিত হতে হবে ১৮ থেকে ২০ অক্টোবরের মধ্যে।

অন্য বিষয়গুলি:

West Bengal Joint Entrance Examinations Board WBJEE JELET 2024 West Bengal Joint Entrance Examination JELET
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy