Advertisement
২২ জানুয়ারি ২০২৫
WBCHSE Vocational Curriculum

কবে প্রকাশ হবে বৃত্তিমূলক বিষয়ের পাঠ্যক্রম? চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল শিক্ষা সংসদ

উচ্চ মাধ্যমিকে মোট ৬২টি বিষয়ে রয়েছে। এর মধ্যে ১৩টি বৃত্তিমূলক বিষয়। ওই বৃত্তিমূলক বিষয়ের পাঠ্যক্রম নিয়ে এখনও বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

সংগৃহীত চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৪ ১৭:২২
Share: Save:

কবে বদল হবে উচ্চ মাধ্যমিকের বৃত্তিমূলক বিষয়ের পাঠ্যক্রম? তা নিয়ে প্রশ্ন রয়েছে শিক্ষকমহলের। পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা মহলের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই বিশেষজ্ঞ কমিটি এই বিষয়ে সংসদের সঙ্গে যাবতীয় বৈঠক ও সিমেস্টার সিস্টেমে পঠনপাঠনে চূড়ান্ত রূপরেখাও তৈরি হয়ে গিয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা নতুন বৃত্তিমূলক বিষয়ের পাঠ্যক্রম ঘোষণার।

পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সংসদ (কারিগরি শিক্ষা বিভাগ)-এর চেয়্যারপার্সন পূর্ণেন্দু বসু বলেন, ‘‘বৃত্তিমূলক শিক্ষার নতুন সিমেস্টার পদ্ধতির কারিকুলাম কী হবে তা দ্রুত ঘোষণা করা হবে। আমাদের এক্সপার্ট কমিটি এই বিষয়ে চূড়ান্ত পর্যালোচনা করেছে। সম্ভবত সপ্তাহান্তে তা প্রকাশ করে দেওয়া হবে।’’

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে ইতিমধ্যেই সিমেস্টার সিস্টেমের নয়া পাঠ্যক্রম ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, প্রকাশকদের বই ছাপানোর নির্দেশ দেওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিকে মোট ৬২টি বিষয় পড়ানো হয়। এর মধ্যে ১৩টি বৃত্তিমূলক বিষয় রয়েছে। বাকি ৪৯টি বিষয়ের পাঠ্যক্রমের বিস্তারিত ঘোষণা করা হলেও এখনও পর্যন্ত বৃত্তিমূলক বিষয়ের পাঠ্যক্রম নিয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

প্রসঙ্গত, ২০১৯ সালের পর ’২৪-এ পরিবর্তন হতে চলেছে বৃত্তিমূলক বিষয়ের পাঠ্যক্রম। এই বিষয়ে ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেম ওয়ার্ক (এনএসকিউএফ)-এর শিক্ষক পরিবারের রাজ্য সম্পাদক শুভদীপ ভৌমিক বলেন, ‘‘২০১৯ সালে এনসিআরটি-র গাইডলাইন মেনে রাজ্যভিত্তিক পরিবর্তন করা হয়েছিল সিলেবাস। তারপর থেকে এখনও পর্যন্ত বৃত্তিমূলক বিষয়ের কোনও বই পড়ুয়ারা পাচ্ছে না, ছাপানোও হয়নি। অন্য দিকে চলতি বছরের সিমেস্টার সিস্টেমেও কোনও রকম বিস্তারিত পাঠ্যক্রম প্রকাশ করা হয়নি বৃত্তিমূলক বিষয় নিয়ে। কোথাও শিক্ষা দফতর ও কারিগরি শিক্ষা বিভাগের মধ্যে সমন্বয়ের অভাব স্পষ্ট।’’

২০১৩ সালে রাজ্যের বিভিন্ন সরকার ও সরকার পোষিত ৯১টি উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলে কারিগরি দফতরের অধীনে হেলথ কেয়ার, টেকনোলজি ও সিকিউরিটি বিষয়ের পঠন পাঠন শুরু করা হয়। পড়ে এই সংখ্যা বৃদ্ধি করে আরও ৭২৬টি উচ্চ মাধ্যমিক স্কুলে ন’টি বৃত্তিমূলক বিষয় যোগ করা হয়। এই প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিক বলেন, ‘‘সংসদের সঙ্গে কারিগরি শিক্ষা বিভাগের ইতিমধ্যেই এই বিষয়ে বৈঠক হয় গিয়েছে। এই সপ্তাহ সময় দেওয়া হয়েছে। ওঁরা পাঠালেই আমরা ১৩টি বিষয়ের পাঠ্যক্রমের বিজ্ঞপ্তি প্রকাশ করব।”

অন্য বিষয়গুলি:

WBCHSE HS Vocational Exam 2024 curriculum
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy