উত্তর দিনাজপুরে কাজের সুযোগ। প্রতীকী ছবি।
মনোবিদ্যা নিয়ে ডিগ্রি অর্জনকারীদের কাজের সুযোগ দিচ্ছে উত্তর দিনাজপুর জেলার প্রশাসনিক বিভাগ। সেই মর্মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জেলার প্রশাসনিক বিভাগের ওয়েবসাইটে।
কাউন্সিলর পদের জন্য প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। চুক্তির ভিত্তিতে নেওয়া হবে কর্মী। উত্তর দিনাজপুর জেলার জুভেনাইল জাস্টিস বোর্ডের তরফ এই নিয়োগ করা হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মনোবিদ্যায় স্নাতক হতে হবে। প্রার্থীর বয়স ১ এপ্রিল ’২৩ অনুযায়ী ২১ থেকে ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। প্রতি মাসে বেতন দেওয়া হবে ১৩,৫০০টাকা।
আবেদন প্রক্রিয়া:
প্রার্থীকে প্রথমে উত্তর দিনাজপুর জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘নোটিস’ এবং ‘রিক্রুটমেন্টে’ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করা প্রয়োজন। এর পর পূরণ করা আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। সকাল ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত নথি জমা দেওয়া যাবে। ২৪ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। আবেদনকারীদের লিখিত পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা এবং ইন্টারভিউ হবে। সেখান থেকে মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে প্রার্থী।
নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে উত্তর দিনাজপুর জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy