কোচবিহারের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে গবেষণামূলক কাজের সুযোগ। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। তাতে জানানো হয়েছে, প্রতিষ্ঠানে একটি বেসরকারি সংস্থার অর্থপুষ্ট প্রকল্পে কর্মী প্রয়োজন। এর জন্য নিয়োগ হবে অস্থায়ী ভাবে চুক্তির ভিত্তিতে। নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। তবে প্রার্থীদের আগে থেকে আবেদনপত্র পাঠাতে হবে না।
বিশ্ববিদ্যালয়ের সিড সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে ওই গবেষণা প্রকল্পের কাজ হবে। যার নাম— ‘টু স্টাডি দি এফিকেসি অফ বায়োফোর্জ অ্যাডভান্সড অন গ্রোথ প্যারামিটারস অ্যান্ড ইল্ড অ্যাট্রিবিউটস অফ টমেটো’। প্রকল্পটি বেসরকারি সংস্থা এম/ এস কর্টেভা এগ্রিসায়েন্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড-এর অর্থপুষ্ট।
প্রকল্পটিতে নিয়োগ হবে রিসার্চ ফেলো পদে। শূন্যপদ একটি। এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য থাকবে ছাড়। নিযুক্ত ব্যক্তির ফেলোশিপ হবে মাসে ১৫,০০০ টাকা।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের সিড সায়েন্স/ প্ল্যান্ট ফিজ়িয়োলজি/ প্ল্যান্ট সায়েন্স বা সম্পর্কিত বিষয়ে এমএসসি ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।
আগামী ১৩ মার্চ দুপুর ১টা থেকে বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। আগ্রহীদের ওই দিন আবেদনপত্র-সহ অন্যান্য নথি নিয়ে সেখানে উপস্থিত হতে হবে। এই বিষয়ে বাকি তথ্য জানতে মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।